For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহরুখ খানকে ডক্টরেট উপাধি দিচ্ছে মেলবোর্নের বিশ্ববিদ্যালয়

বলিউড বাদশাহকে সাম্মানিক ডক্টরেট দিতে চলেছে মেলবোর্নের লা ট্রোব বিশ্ববিদ্যালয়।

Google Oneindia Bengali News

বলিউড বাদশাহকে সাম্মানিক ডক্টরেট দিতে চলেছে মেলবোর্নের লা ট্রোব বিশ্ববিদ্যালয়। নারী কল্যাণ এবং দুঃস্থ শিশুদের উন্নয়নে তাঁর তৈরি মীর ফাউন্ডেশন যে কাজ করেছে সেকারণেই তাঁকে বিশেষ করে এই সম্মান দেওয়া হচ্ছে। এছাড়াও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অবদানের কারণেই এই সাম্মানিক ডক্টরেট দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।

শাহরুখ খানকে ডক্টরেট উপাধি দিচ্ছে মেলবোর্নের বিশ্ববিদ্যালয়

সামনের মাসেই শাহরুখ অস্ট্রেলিয়া যাচ্ছেন মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উ‌ৎসবে যোগ দিতে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এই সম্মান পাওয়ার খবরে তিনি ভীষণভাবে আপ্লুত। এই প্রথম অস্ট্রেলিয়ার কোনও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শাহরুখ খানকে এই সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হচ্ছে। এই খবর জানার পর শাহরুখ জানিেয়ছে, মেলবোর্নের লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই সম্মান দেওয়ার খবরে আমি ভীষণভাবে গর্ব অনুভব করছি। এই প্রথম আমার কোনও মানবিক কাজের জন্য এই সম্মানিত করা হচ্ছে।

চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর মিতু ভৌমিক জানিয়েছেন, মেলবোর্নের ওই বিশ্ববিদ্যালয়ও চলচ্চিত্র উৎসবের অংশীদার। তাই একই সঙ্গে চলচ্চিত্র উৎসবও শাহরুখের এই সাম্মানিক ডক্টরেট প্রাপ্তির জন্য নতুন মাত্রা পাবে। আগামী ৯ অগস্ট মেলবোর্নে বিশ্ববিদ্যালয়ের বানডোরা ক্যাম্পাসে সম্মানিত করা হবে শাহরুখ খানকে। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় এক মাত্র এই বিদেশী বিশ্ববিদ্যালয়েই হিন্দি পড়ানো হয়ে থাকে।

[আরও পড়ুন:এনআইএকে শক্তিশালী করতে বিল পাশ লোকসভায়! বিরোধীদের অভিযোগ ফুৎকারে ওড়ালেন অমিত][আরও পড়ুন:এনআইএকে শক্তিশালী করতে বিল পাশ লোকসভায়! বিরোধীদের অভিযোগ ফুৎকারে ওড়ালেন অমিত]

English summary
Shah Rukh Khan is set to receive an honorary doctorate from Melbourne University
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X