অর্ণবের 'মতের সঙ্গে মেলেনা, তবে ..' , অর্ণব গোস্বামীর ওপর হামলায় গর্জে উঠলেন শাবানা, টুইট অনুপমের
পালঘর থেকে শুরু করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে অপমানজনক মন্তব্যেরক পর থেকেই বিতর্কে রয়েছেন সাংবাদিক অর্ণব গোস্বামী। তাঁর মন্তব্যের জেরে অর্ণবকে নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস। এরপর বুধবার রাতে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় আক্রান্ত হন অর্ণব গোস্বামী।

অর্ণবের আক্রান্ত হওয়ার ঘটনার পরই পুলিশের কাছে অভিযোগ জানান এই দাপুটে সাংবাদিক। তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনা তিনি নিজে সোশ্যাল মিডিয়াতেও জানান। এরপরই দেশের সমস্ত মহলই সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে গর্জে ওঠে। নিন্দা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর। ঘটনার সমালোচনা করেন ফিল্ম তারকারাও।

অর্ণব গোস্বামীর হেনস্থার ঘটনা নিয়ে মিখ খুলে শাবানা আজমি টুইটারে লেখেন, ' অর্ণব গোস্বামীর ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করছি। ওঁর মতের সঙ্গে আমি একমত নই। তবে ওঁর বাক স্বাঝীনতা কেড়ে নেওয়া অধিকার কারও নেই। অর্ণব যত কটু কথাই বুক না কেন, আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী।প্রকাশ্যে আমি ওঁর সমালোচনা করতে ছাড়ি না, সেই মতোই ওঁর দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। '

এদিকে, ঘটনার সমালোচনা করতে ছাড়েননি অভিনেতা অনুপম খেরও। তিনি লেখেন, '..অর্ণব আপনার সঙ্গে দেশের কোটি কোটি লেক রয়েছেন। আপনার একচুলও ক্ষতি কেউ করতে পারেব না।..' বলিউডে পরিচালক মধুর ভান্ডারকরও ঘটনার তীব্র নিন্দা করেন।
শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও করোনাকে হারিয়ে সুস্থ হলেন ৯২ বছরের বৃদ্ধা