যৌন হেনস্থার অভিযোগ দায়ের হল কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে
৩৩ বছরের মহিলা কোরিওগ্রাফারকে যৌন হেনস্থা করার অভিযোগে কোরিওগ্রাফার ও পরিচালক গণেশ আচারিয়ার বিরুদ্ধে মুম্বই পুলিশ অভিযোগ দায়ের করেছে। গত সপ্তাহের প্রথমেই ওই মহিলা এই কোরিওগ্রাফারের বিরুদ্ধে মহারাষ্ট্রের রাজ্য মহিলা কমিশনে ও আম্বোলি পুলিশের কাছে ভিযোগ দায়ের করেন।

মহিলা কমিশন এই অভিযোগটি গুরুত্ব সহকারে দেখে এবং এই বিষয়টি দেখার জন্য এক কাউন্সিলর নিয়োগ করেছিল তারা। ওই মহিলা গণেশ আচারিয়া, যিনি ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন কোরিওগ্রাফার সংগঠনের (আইএফটিসিএ) সাধারণ সম্পাদক, অভিযোগ করেন যে তাঁকে গণেশ জোর করে অশ্লীল ভিডিও দেখিয়েছেন, কাজে বঞ্চিত করেছেন এবং কমিশন চেয়েছেন।
মহিলা কোরিওগ্রাফার গণেশের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর প্রতি গণেশ প্রতিশোধ নেওয়ার জন্য আইএফটিসি–এর সদস্যপদ বাতিল করে দেন এবং অন্য কোরিওগ্রাফারদেরও জানান যে ওই মহিলার সঙ্গে কেউ যাতে কাজ না করেন। ওই মহিলা আরও দাবি করেন যে আইএফটিসিএ–তে তাঁর সদস্যপদ বাতিল নিয়ে বৈঠকে যাওয়ার সময় গণেশ আচারিয়ার দলের সদস্যরা তাঁর ওপর হামলা চালায়।