For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ যাত্রায় কতটা সম্মান পেলেন কাদের খান, কীভাবে করা হল সমাহিত, দেখুন ছবি ও ভিডিও

ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। গত কয়েক দশকে বলিউডে যে ক'জন বলিষ্ট অভিনেতারা এসেছেন তাঁদের মধ্যে অবশ্যই অন্যতম নাম কাদের খান।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। গত কয়েক দশকে বলিউডে যে ক'জন বলিষ্ট অভিনেতারা এসেছেন তাঁদের মধ্যে অবশ্যই অন্যতম নাম কাদের খান। অভিনয় দক্ষতার সঙ্গে লেখনির গুণে তিনি চার দশকেরও বেশি সময় ধরে বলিউডের সম্পদ হয়ে উঠেছিলেন। বলিউড সিনেমা হবে আর তাতে কাদের খান থাকবেন না এটা একটা সময় ভাবাই যেত না। সেই কাদের খান যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন সেখান থেকে বলিউডের দূরত্ব কয়েকটি মহাদেশ। কাদের খানের সেই শেষ যাত্রার কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। আর তা দেখেই বহু কাদের খান অনুরাগী চোখের জল ফেলেছেন।

যে বলিউড-কে একটা সময় নিজের ঘর-বাড়ি মনে করতেন, যে ফিল্ম-ইন্ডাস্ট্রির আনাচে-কানাচে থাকা প্রতিটি ব্যক্তি থেকে লাইম-লাইটে সেলিব্রিটিদের সঙ্গে তাঁর যোগ ছিল আত্মিক, সেই তাদের উপরেই যেন অনেকটা অভিমানও জমে উঠেছিল শেষ বয়সে। ২০১৫ সালে হাঁটুর অস্ত্রোপচারের পর থেকেই আস্তে আস্তে শরীরটা অসমর্থ হয়ে উঠেছিল। আর ততই যেন দূরত্ব বেড়েছিল বলিউডের সঙ্গে। কাদের খান যে এতটা অসুস্থ সে খোঁজ কেউ রাখেননি। কানাডায় কাদের খানের শেষ যাত্রায় একটা চাপা অভিমানের বার্তাই যেন বারবার ফুঁটে উঠল।

ইসলামিক সেন্টারে শেষ শ্রদ্ধা

ইসলামিক সেন্টারে শেষ শ্রদ্ধা

টরোন্টোর কাছে একটি ইসলামিক সেন্টারে কাদের খানের দেহ শায়িত রাখা হয়েছিল। ভারতীয় চলচ্চিত্রের প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন অনেকে।

কাদের খান সম্পর্কে স্মৃতি-চারণা

কাদের খান সম্পর্কে স্মৃতি-চারণা

কাদের খান শুধু একজন অভিনেতা হিসাবে নন, একজন মানুষ হিসাবে কতবড় ছিলেন, তাঁর মনন কতটা ঔদার্যে ভরা ছিল সে তথ্যও উপস্থিত সকলের সামনে তুলে ধরা হয়।

ইসলামিক রীতি মেনে শ্রদ্ধা জ্ঞাপন

ইসলামিক রীতি মেনে শ্রদ্ধা জ্ঞাপন

এই ইসলামিক সেন্টারে কাদের খানকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন অনেক মানুষ। এদের মধ্যে বহু মানুষ ইসলামিক রীতি মেনে কাদের খান-এর আত্মার শান্তি কামনা করেন।

আবেগ তাড়িত সরফরাজ

আবেগ তাড়িত সরফরাজ

বাবার মৃত্যু-তে একদম ভেঙে পড়েছেন সরফরাজ। কাদের খান তাঁর সন্তানদের কাছেও কতটা বড় ছায়া ছিলেন তা সরফরাজকের শোকবিহ্বল চেহারা দেখেই বোঝা যাচ্ছে।

একজন সেরা মানুষ চলে গেলেন

কাদের খান সম্পর্কে বলতে গিয়ে তাঁকে একজন সেরা মানুষ বলে মন্তব্য করেন ছেলে সরফরাজ। মানুষ হিসাবে কাদের খান কতটা বড় ছিলেন সে কথাও শ্রদ্ধা জানাতে আসা মানুষদের-কে বলেন সরফরাজ। কাদের খান তাঁর ভক্ত ও অনুরাগীদের নিজের পরিবারেরর সদস্য বলেই মনে করতেন তাও জানান সরফরাজ।

ঠান্ডাতেও ভিড় করেছেন বহু মানুষ

ঠান্ডাতেও ভিড় করেছেন বহু মানুষ

কানাডার তীব্র ঠান্ডাও মানুষদের-কে তাঁদের প্রিয় অভিনেতা কাদের খানের শেষকৃত্য থেকে দূরে রাখতে পারেনি। অসংখ্য মানুষ অভিনেতা কাদের কানকে শ্রদ্ধা জানাতে জড়ো হয়ে গিয়েছিলেন।

সমাধিস্থলের বাইরেও থেকে গেল ভিড়

সমাধিস্থলের বাইরেও থেকে গেল ভিড়

এতটাই ভিড় হয়েছিল যে সমাধিস্থলে তিল ধারণেরও জায়গা ছিল না। বহু মানুষ শেষমেশ বাইরে দাঁড়িয়ে থেকেই কাদের খানকে শেষযাত্রার যাবতীয় আচার-পালনে সামিল হন।

সমাধিস্থলের উপরে ফুল

সমাধিস্থলের উপরে ফুল

কাদের খানকে সমাধিস্থ করার পরে কবরের উপরে ফুল দেওয়া হয়।

শোকস্তব্ধ সরফরাজ

শোকস্তব্ধ সরফরাজ

কাদের খানকে সমাধিস্থ করার পর অনেকক্ষণ মাটির দিকে তাকিয়ে ছিলেন সরফরাজ। বাবা-কে এভাবে বিদায় জানানোটা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন। যদিও, বহু শুভানুধ্যায়ীরা এই শোকের মুহূর্তে সরফরাজ ও তাঁর পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন।

কাদেরের নামে সাইন-বোর্ড

কাদেরের নামে সাইন-বোর্ড

কাদের খানকে যেখানে সমাহিত করা হয় সেখানে একটি এমন বোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছিল।

English summary
After prolonged illness Kader Khan has passed away on 1st January in Canada. The veteran Actor's family did the funeral in Canada. Some pictures and video of last rites has come out.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X