For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি বছরে গোল্ডেন গ্লোবের বিজয়ীদের তালিকায় কারা রয়েছেন দেখুন

চলতি বছরে গোল্ডেন গ্লোবের বিজয়ীদের তালিকায় কারা রয়েছেন দেখুন

  • |
Google Oneindia Bengali News

২০২৩ সালে দেশবাসীর কাছে এক বিরাট পাওনা, এবার দেশের ঝুলিতে বিশ্বের পুরস্কার। লস অ্যাঞ্জেলে আয়োজিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দেশী, বিদেশী সিনেমা থেকে টেলিভিশনের জন্য পুরস্কার প্রদান করা হয়। প্রথম এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ১৯৪৪ সালে। চলতি বছরে সেরা সিনেমা, সাউন্ড থেকে সেরা গান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কে বিজয়ী হল, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন অনুগামীরা। আর দেরি না করে, জেনে নিন এই তালিকা থেকে।

চলতি বছরে গোল্ডেন গ্লোবের বিজয়ীদের তালিকায় কারা রয়েছেন দেখুন

কোন পার্শ্ব অভিনেতা বিজয়ী হলেন, দেখুন

বিজয়ী হয়েছেন কে হুয়ে কোয়ান, এভরিথিং এভরিভয়্যার অল এ্যাট

ব্রেন্ডন গ্লিসন, দ্য ব্যানশিস অফ ইনিশেরিন

ব্র্যাড পিট, ব্যাবিলন

এডি রেডমাইন, দ্য গুড নার্স

শ্রেষ্ঠ অভিনেত্রী (সহকারী)

সিনেমা অভিনেত্রী

অ্যাঞ্জেলা ব্যাসেট, ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার – উইনার

দ্য ব্যানশিস অফ ইনিশারিন কেরি কনডন

এভরিথিং এভরিভেয়ার অল ডলি ডি লিওন

অ্যাট ওয়ানস জেমি লি কার্টিস

ডলি ডি লিওন ট্রায়াঙ্গেল অফ স্যাডনেস

শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতা

জন লিথগো (দ্য ওল্ড ম্যান)

জোনাথন প্রাইস (ক্রাউন)

জন টার্টুরো (সেভারেন্স)

টাইলার জেমস উইলিয়ামস (অ্যাবট এলিমেন্টারি) - বিজয়ী

হেনরি উইঙ্কলার (ব্যারি)

সেরা সাউন্ড

আলেকজান্ডার ডেসপ্ল্যাট গুইলারমো ডেল টোরোর পিনোকিও

হিলদুর গুডনাদোত্তির, উওম্যান টকিং

জাস্টিন হুরভিটস (ব্যাবিলন) হয়েছেন বিজয়ী

জন উইলিয়ামস (দ্য ফ্যাবেলম্যানস)

কার্টার বারওয়েল ( দ্য ব্যানশিস অফ ইনিশেরিন)

২০২৩ সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা মৌলিক গানের তালিকা, দেখুন

আরআরআর সিনেমার নাটু নাটু, কালা ভৈরব

ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্দা ফরএভার সিনেমার লিফট মি আপ, টেমস, লুডউইগনা ও রিহান গোহান রায়ান কুগলার

ম্যাভেরিক সিনেমার হোল্ড মাই হ্যান্ড, লেডি গাগা ও ব্লাডপপ

গুইলারমো দেল তোরো'স পিনোচিও সিনেমার সিয়াও পাপা, গুইলারমো দেল তোরো'স পিনোচিও ও রোবান কাটজ

শ্রেষ্ঠ টিভি অভিনেতা (মিউজিকাল অথবা কমেডি)

ডোনাল্ড গ্লোভার (আটলান্টা)

বিল হ্যাডার (ব্যারি)

স্টিভ মার্টিন (ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)

মার্টিন শর্ট (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)

জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার) হয়েছেন বিজয়ী

শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী (মিউজিকাল অথবা কমেডি)

কুইন্টা ব্রুনসন (অ্যাবট এলিমেন্টারি) হয়েছেন বিজয়ী

ক্যালি কুওকো (ফ্লাইট অ্যাটেনডেন্ট)

সেলেনা গোমেজ ( ওনলি মার্ডার ইন দি ব্লিডিং)

জেনা ওর্তেগা (ওয়েডনেস ডে)

জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতার তালিকায় কারা এলেন ( মিউজিক্যাল বা কমেডি)

দিয়েগো ক্যালভা ( ব্যাবিলন)

ড্যানিয়েল ক্রেগ ও গ্লাস অনিয়ন (আ নাইভস আউট মিস্ট্রি)

অ্যাডাম ড্রাইভার (হোয়াইট নয়েজ)

কলিন ফারেল (দ্য ব্যানশিস অফ ইনিশেরিন) হয়েছেন বিজয়ী

রাল্ফ ফিয়েনস (মেনু)

সেরা অভিনেত্রীর তালিকায় কারা এলেন ( মিউজিক্যাল বা কমেডি)

মার্গট রবি ( ব্যাবিলন)

আনিয়া টেলর ও জয় (মেনু)

এমা থম্পসন ও গুড লাক টু ইউ (লিও গ্র্যান্ড)

মিশেল ইয়েহ (এভরিথিং এভরিওয়ার অল অ্যাট ওয়ান্স) হয়েছেন বিজয়ী

সেরা অ্যানিমেটেড ফিল্ম

গুইলারমো দেল তোরোর পিনোচিও

ইনু-ওহ

মার্সেল দ্য শেল উইথ শুস অন

পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ

টার্নিং রেড

শ্রেষ্ঠ অভিনেতা (নাটক)

অস্টিন বাটলার (এলভিস)-বিজয়ী

ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)

হিউ জ্যাকম্যান (দ্য সন)

বিল নাই (লিভিং)

জেরেমি পোপ (দ্য ইন্সপেকশন)

টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী (নাটক)

এমা ডি'আর্সি (হাউস অফ দ্য ড্রাগন)

লরা লিনি (ওজার্ক)

ইমেল্ডা স্টনটন (দ্য ক্রাউন)

হিলারি সোয়াঙ্ক (আলাস্কা ডেইলি)

জেন্ডায়া (ইউফোরিয়া)

টেলিভিশনের সিরিজের সেরা সহ অভিনেত্রীর তালিকায় কারা রয়েছেন

এলিজাবেথ ডেবিকি (ক্রাউন)

হান্না আইনবাইন্ডার (হ্যাকস)

জুলিয়া গার্নার ও ওজার্ক

জেনেল জেমস, অ্যাবট প্রাথমিক

শেরিল লি রাল্ফ, অ্যাবট প্রাথমিক

শ্রেষ্ঠ অভিনেত্রী (নাটক)

কেট ব্ল্যানচেট (টার)- বিজয়ী

অলিভিয়া কোলম্যান (এম্পায়ার অফ লাইট)

ভায়োলা ডেভিস (দ্য ওম্যান কিং)

আনা ডি আরমাস (স্বর্ণকেশী)

মিশেল উইলিয়ামস (দ্য ফ্যাবেলম্যানস)

সেরা চলচ্চিত্র

আরআরআর (ভারত)

অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)

আর্জেন্টিনা, ( ১৯৮৫আর্জেন্টিনা) – বিজয়ী

ক্লোজ (বেলজিয়াম)

ডেস্টিনেশন অফ লিভ (দক্ষিণ কোরিয়া)

সেরা চিত্রনাট্য

টড ফিল্ড (টার)

টনি কুশনার ও স্টিভেন স্পিলবার্গ (দ্য ফ্যাবেলম্যানস)

ড্যানিয়েল কোয়ান, ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিভয়্যার অল অ্যাট ওয়ানস)

মার্টিন ম্যাকডোনাঘ (দ্য ব্যানশিস অফ ইনিশেরিন)-বিজয়ী

সারাহ পোলি (উইমেন টকিং)

সেরা পরিচালক

জেমস ক্যামেরন (অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার)

ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিহ্যায় অল অ্যাট ওয়ানস)

বাজ লুহরম্যান (এলভিস)

মার্টিন ম্যাকডোনাঘ (দ্য ব্যানশিস অফ ইনিশেরিন)

স্টিভেন স্পিলবার্গ (দ্য ফ্যাবেলম্যানস) – বিজয়ী

সিরিজ বা সিনেমার সেরা সহায়ক অভিনেতা

এফ মারে আব্রাহাম (দ্য হোয়াইট লোটাস)

ডোমনাল গ্লিসন (দ্য পেশেন্ট)

পল ওয়াল্টার হাউসার (ব্ল্যাক বার্ড)- বিজয়ী

রিচার্ড জেনকিন্স (মনস্টার: দ্য জেফরি ডাহমার স্টোরি)

সেথ রোজেন (পম ও টমি)

সেরা সিরিজ ও চলচ্চিত্র

ব্ল্যাক বার্ড

মনস্টার: দ্য জেফরি ডাহমার স্টোরি

পাম অ্যান্ড টমি

দ্য ড্রপআউট

দ্য হোয়াইট লোটাস: সিসিলি (বিজয়ী)

English summary
see golden globes 2023 full winner list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X