For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে বাংলা ছবির বিশেষ স্ক্রিনিং! 'সত্যজিৎ রায় ফিল্ম সোসাইটি'র চমকপ্রদ উদ্যোগ

প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে হাতে গোনা কিছু বাংলা ছবি কয়েকটি থিয়েটারে মুক্তি পেলেও, বহু ভালো বাংলা ছবিই এই শহরের থিয়েটার থেকে ব্রাত্য থেকে যায়।

  • |
Google Oneindia Bengali News

প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে হাতে গোনা কিছু বাংলা ছবি কয়েকটি থিয়েটারে মুক্তি পেলেও, বহু ভালো বাংলা ছবিই এই শহরের থিয়েটার থেকে ব্রাত্য থেকে যায়। গালিচা শহরের সিনেমাপ্রেমী বাঙালিদের জন্য় তাই একাধিক উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছে বেঙ্গালুরুর 'সত্যজিৎ রায় ফিল্ম সোসাইটি'।

বেঙ্গালুরুতে বাংলা ছবির বিশেষ স্ক্রিনিং! সত্যজিৎ রায় ফিল্ম সোসাইটির চমকপ্রদ উদ্যোগ

আগামী ২৫ নভেম্বর 'সত্যজিৎ রায় ফিল্ম সোসাইটি'-র তরফে আয়োজিত হতে চলেছে ভিন্ন স্বাদের দুটি বাংলা ছবি । আদিল হুসেন ও পাওলি দাম অভিনীত 'মাটি' ও অঞ্জন বসু পরিচালিত তথ্যচিত্র 'অরোরা বায়োস্কোপ' -এর বিশেষ স্ক্রিনিং আয়োজন করছে সত্যজিৎ রায় ফিল্ম সোসাইটি'। বেঙ্গালুরুর বনশঙ্করির স্টেজ টু-এর 'সুচিত্রা সিনেমা অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি'-তে আয়োজিত হতে চলেছে এই বিশেষ স্ক্রিনিং। উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রে 'অরোরা সিনেমা কম্পানি'-র এক বিশেষ অবদান রয়েছে। 'জলসাঘর', 'অপরাজিত','আরোগ্য নিকেতন' -এর মতো একের পর এক অসামান্য ছবির জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে 'অরোরা সিনেমা কম্পানি' সম্মানিত হয়েছে। আর সেই কম্পানির সফর নিয়েই তথ্যচিত্র 'অরোরা বায়োস্কোপ'।

অন্যদিকে, শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত 'মাটি'-রও বিশেষ স্ক্রিনিং রয়েছে ২৫ নভেম্বর। দেশভাগ ও মাটির টানের এক অসামান্য কাহিনির সঙ্গে এই ছবিতে বিশেষ পাওনা আদিল ও পাওলি জুটির অভিনয়! স্ক্রিনিং সম্পর্কে কথা বলতে গিয়ে 'সত্যজিৎ রায় ফিল্ম সোসাইটি'-র তরফে সম্বুদ্ধ দাস জানান, 'প্রতি মাসেই আমাদের বিভিন্ন ছবির বিশেষ স্ক্রিনিং এর আয়োজন থাকে। আগামী দিনে আমরা ছবির প্রদর্শনী নিয়ে আরও বড় উদ্যোগের কথা ভাবছি। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে সত্যজিৎ রায় ফিল্ম সোসাইটি-র আয়োজিত ফিল্মফেস্টিভাল-এ আমরা ভালো সাড়া পেয়েছি ।' সোসাইটির অন্যতম সদস্য সৌমিক কুণ্ড বলছেন, 'এর আগে 'ময়ূরাক্ষী ও 'বিল্লু রাক্ষস'-এর মতো ছবির স্ক্রিনিং বেশ ভালো সাড়া পেয়েছি আমরা। আমাদের মূল উদ্দেশ্য ভালো ছবি,.. নট ওনলি বাংলা ছবি , .. বিভিন্ন রিজিয়নের ভালো ছবি বেঙ্গালুরুর মানুষের কাছে পৌঁছে দেওয়া। '

English summary
Satyajit Ray Film Society Bengaluru going to organise special screening of Maati.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X