২০১৯ দীপাবলী: সইফ-করিনার সঙ্গেই দিওয়ালি কাটাচ্ছেন অমৃতা-কন্যা সারা! দেখুন ছবি
গোটা দেশ আজ মাতোয়ারা দীপাবলীর আনন্দে। সাধারণ মানুষের সঙ্গে এমন দিনে আজ গা ভাসিয়েছেন সেলেবরাও। বলিউডের একাধিক তাবড় সেলিব্রিটি এদিন, দীপাবলির আনন্দে মাতোয়ারা হয়েছেন। এমন উৎসবের মুহূর্তে নবাব কন্যা সারা দিনটি উদযাপন করলেন বাবা সইফ ও সৎ মা করিনার সঙ্গে। উৎসবের আমেজে বাদ ছিল না ছোট্ট তৈমুরও।
|