For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুরের জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত প্রখ্যাত সন্তুর উস্তাদ ও সুরকার পণ্ডিত ভজন সোপোরি

সুরের জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত প্রখ্যাত সন্তুর উস্তাদ ও সুরকার পণ্ডিত ভজন সোপোরি

Google Oneindia Bengali News

ফের সঙ্গীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন প্রখ্যাত সন্তুর উস্তাদ ও সুরকার পণ্ডিত ভজন সোপোরি। তাঁর গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভজন সোপোরি। কাশ্মীরের সোপোর উপত্যকার বাসিন্দা এই ব্যক্তি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুফিয়ানা ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন।

সুরের জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত প্রখ্যাত সন্তুর উস্তাদ ও সুরকার পণ্ডিত ভজন সোপোরি


১৯৫৩ সালে মাত্র পাঁচ বছর বয়সে ভজন সোপোরি তাঁর প্রথম পারফর্ম্যান্স করেন। কয়েক দশকের তাঁর বিস্তৃত কেরিয়ারে তিনি ইজিপ্ট, ইংল্যান্ড, জার্মানি ও আমেরিকায় পারফর্ম করেছেন। ভজন সোপোরি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত ও তাঁর দাদু এসসি সোপোরি ও বাবা শম্ভুনাথের থেকে হিন্দুস্তানি সঙ্গীত শেখেন। ভজন সোপোরি ওয়াশিংটন ইউনিভার্সিটিতে সঙ্গীত শিক্ষাও নিয়েছেন। ১৯৯২ সালে সোপোরিকে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত করা হয় এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর অবদানের জন্য ২০০৪ সালে তাঁকে পদ্মশ্রী দেওয়া হয়।

গত মাসেই কিংবদন্তী সঙ্গীতকার ও সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত হয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শিবকুমার সর্মা গত ৬ মাস ধরে কিডনি–সংক্রান্ত রোগে ভুগছিলেন এবং চিকিৎসারত ছিলেন। তাঁর মৃত্যুর পর একমাসও কাটেনি। আরও এক রত্নকে হারাল ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা-দর্শকরা।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কেকে-কন্যার, কী লিখলেন তিনি সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কেকে-কন্যার, কী লিখলেন তিনি

‌প্রসঙ্গত মঙ্গলবারই কলকাতায় কনসার্টে এসে আকস্মিকভাবে মারা যান বলিউডের জনপ্রিয় গায়ক কে কে। কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পরই তিনি অসুস্থ বোধ করেন। এরপর হোটেলে এসে আরও অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার কলকাতায় রাষ্ট্রীয় সম্মানের পর দেহ নিয়ে পরিবার মুম্বই চলে আসে। বৃহস্পতিবার মুম্বইয়ের ভার্সোভায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।

English summary
santoor maestro pandit bhajan sopori demise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X