For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঞ্জনা সঙ্ঘী থেকে হৃত্ত্বিক ভৌমিক, ২০২০ সালে ওটিটিতে নতুন প্রতিভাদের জন্ম

২০২০ সালে ওটিটিতে নতুন প্রতিভাদের জন্ম

Google Oneindia Bengali News

২০২০ সালটা বেশ কিছু কারণের জন্য অনেকটাই অদ্ভুত। এই বছরে একঘেয়ে কিছু জিনিসের সঙ্গে নতুন আশাও সঙ্গে করে এনেছে। অন্তত এটা তাঁদের জন্য বলা, যাঁরা এই বছর থেকে নিজেদের অভিনয় জীবনের শুরু করেছেন। যেখানে অধিকাংশ সিনেমা মুক্তি পেতে পারেনি, সেখানে দাঁড়িয়ে ওটিটি প্ল্যাটফর্ম অনেকটাই স্বস্তি জুগিয়েছে দর্শকদের, যাঁরা সিনেমা হল খোলার অপেক্ষা করতে পারছিলেন না। ২০২০ সালে আমরা বহু সিনেমা এবং ওয়েব সিরিজ সরাসরি মুক্তি পেতে দেখেছি ওটিটিতে, যার মাধ্যমে নতুন প্রতিভা তাঁদের অভিনয় দক্ষতা দর্শকদের সামনে রাখতে পেরেছে।

সঞ্জনা সঙ্ঘী, ডলি সিং, আদিত্য রাওয়াল এবং আরও অনেক নতুন প্রতিভা রয়েছেন যাঁরা দর্শকদের মনে দাগ কেটে নিয়েছেন ইতিমধ্যে। ২০২০ সালে এরকমই কিছু নতুন প্রতিভার তালিকা দেখে নেওয়া যাক।

সঞ্জনা সঙ্ঘী

সঞ্জনা সঙ্ঘী

কোনওদিন ক্যামেরার সামনে সেভাবে না এসেও দিল্লির মেয়ে সঞ্জনা সঙ্ঘী পরিচালক মুকেশ ছাবড়ার ‘‌দিল বেচারা'‌-তে সরাসরি প্রধান চরিত্রে অভিনয় করেন। এটাই সঞ্জনার প্রথম ছবি। তিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ছিলেন, যিনি ১৪ জুন মারা যান। এটা সুশান্তেরও শেষ ছবি ছিল। সঞ্জনা এর আগে রকস্টার, হিন্দি মিডিয়াম এবং ফুকরেতে ছোট ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। দিল বেচারা ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল কিজি বাসু এবং তিনি লক্ষাধিক মানুষের মন জয় করে বসেন। সঞ্জনাকে তাঁর পরবর্তী ছবি কপিল বর্মার ওমে দেখা যাবে, তাঁর বিপরীতে থাকবেন আদিত্য রয় কাপুর।

ডলি সিং

ডলি সিং

ইনস্টাগ্রামে খুব পরিচিত একটা নাম ডলি সিং। তিনি হলেন সেইসব ‘‌ইনফ্লুয়েনসার্স'‌দের মধ্যে একজন যিনি ছোট ছোট মজাদার ভিডিওতে অভিনয়ের মাধ্যমে পুরো একটা ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ পেয়ে যান। তিনি তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘‌ভাগ বিনি ভাগ'-এ স্বরা ভাস্করের সঙ্গে কাজ করেন, যেখানে তিনি বিনির প্রিয় বন্ধু কপির চরিত্রে অভিনয় করেন। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজে তাঁর অভিনয় বেশ প্রশংসিত।

আদিত্য রাওয়াল

আদিত্য রাওয়াল

হিন্দি ইন্ডাস্ট্রির বহুমুখী এং শ্রদ্ধেয় অভিনেতা পরেশ রাওয়ালের পুত্র আদিত্য রাওয়াল সহজেই বলিউডে নিজের পা জমাতে পারতেন। কিন্তু এই প্রতিভাবান যুবক নিজের রাস্তা নিজেই করে নেবেন বলে জিফাইভের ওয়েব সিরিজ বামফাডে অভিনয় করেন, যা এ্রপ্রিলে মুক্তি পায়। আদিত্য এখানে নাসির জামাল ওরফে নাতের ভূমিকায় অভিনয় করেন। এটি একটি অ্যাকশন-রোম্যান্সের ওয়েব সিরিজ, যা এলাহাবাদের ঘটনাকে ঘিরে। বামফাডে আদিত্যকে তাঁর অভিনয়ের বিভিন্ন দিক তুলে ধরতে দেখা গিয়েছে।

স্পর্শ শ্রীবাস্তব

স্পর্শ শ্রীবাস্তব

নেটফ্লিক্সের জামতারা ওয়েব সিরিজে প্রথমবারের মতো দেখা যায় স্পর্শ শ্রীবাস্তবকে। এখানে তিনি সানি মণ্ডলের ভূমিকায় অভিনয় করেছেন। ছোটবেলা থেকে স্পর্শ বিভিন্ন টিভি ও রিয়ালিটি শোতে নিয়মিতভাবে দেখা দিতেন। জামতারাতে তিনি পটরধান চরিত্রদের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেন।

সর্বরী ওয়াঘ

সর্বরী ওয়াঘ

বড়পর্দায় সিদ্ধার্থ চতুর্বেদি, সইফ আলি খান ও রানি মুখার্জির সঙ্গে বান্টি অউর বাবলি ২-তে কাজ করার আগেই সর্বরী ওয়াঘকে দেখা গেল দ্য ফরগটেন আর্মি ওয়েব সিরিজে। তিনি এখানে মায়া শ্রীনিবাসনের চরিত্রে অভিনয় করেন। অভিনয়ে আসার আগে তিনি ছবি নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। প্যায়ার কা পঞ্চনামা ২, বাজিরাও মস্তানি ও সোনু কি টিটু কি সুইটি সিনেমায় সহকারি পরিচালকের কাজ করেছেন।

ঋত্ত্বিক ভৌমিক

ঋত্ত্বিক ভৌমিক

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ বন্দিশ ব্যান্ডিটস-এ রাধে রাঠোরের ভূমিকায় দেখা গিয়েছে ঋত্ত্বিক ভৌমিককে। বড় প্রজেক্টে মুখ্য ভূমিকায় আসার আগে হৃত্ত্বিক ভৌমিক ফিল্টার কপি এবংদ্য ভাইরাল ফিভার, জাহা দিল লে যায়ে, ক্রসওয়ার্ড মেমরিজ এবং লাইফ ইজ রাফ-এর মতো ছোট ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে।

 নীরজ মাধব

নীরজ মাধব

মনোজ বাজপেয়ি অভিনীত দ্য ফ্যামিলি ম্যান-এ নীরজ মাধবকে এক জটিল চরিত্র মুসা রহমানের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। যদিওঅ্যামাজন প্রাইম ভিডিওর ওই ওয়েব সিরিজের মধ্যে দিয়েই তাঁর অভিনয় জগতের পা দেওয়া নয়, বরং তিনি মালায়লম ছবিতে বহু বছর ধরে অভিনয় করে চলেছেন। এটা তাঁর প্রথম হিন্দি ওয়েব সিরিজ। এই ওয়ে সিরিজে এক জঙ্গির ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

চন্দন রায়

চন্দন রায়

টিভিএফ'‌এসের পঞ্চায়েতে জীতেন্দ্র কুমারের সঙ্গে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে চন্দন রায়কে। ছোট চরিত্র হলেও চন্দন সেখানেও বাজিমাত করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এখানে চন্দন সরল, মেহনতী ও সকলের মন জয় করতে পারে পিএ বিকাশের চরিত্রে অভিনয় করেন।

ছবি সৌ:ইউটিউব

English summary
sanjana sanghi to ritwik bhowmik new talent born in ott in 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X