For Quick Alerts
For Daily Alerts
'হাম আপকে হ্যায় কৌন'-এর সিকোয়েল? সলমনের জায়গায় রণবীর কাপুর!
'হাম আপকে হ্যায় কৌন', ভারতীয় সিনেমার ইতিহাসে এক উল্লেখযোগ্য সিনেমা। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া সুরজ বরজাতিয়া নির্দেশিত এই ব্লকব্লাস্টার্স সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন সলমন খান ও মাধুরী দীক্ষিত।
ভারতীয় সিনেমার ইতিহাসে সুপারহিট এই ফ্যামিলি ড্রামা মন ছুঁয়ে গিয়েছিল আট থেকে আশির। জোর খবর, এবার সেই ছবিরই আর একটি সিকোয়েল বানানোর পরিকল্পনা করছেন পরিচালক।

বলিটাউনে এই খবরও ভেসেছে যে, সুরজের পরবর্তী এই ছবিতে সলমন নন, প্রেমের (ছবিতে সলমনের নাম) চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।
এই মুহূর্তে আগামী ছবি 'প্রেম রতন ধন পায়ো'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সুরজ বরজাতিয়া। শোনা যাচ্ছে, এই ছবির শুটিং শেষ করেই 'হাম আপকে হ্যায় কৌন'-এর সিকোয়েলে হাত দেবেন তিনি। তবে এখনও পরিচালকের কাছ থেকে কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি।