Oneindia থেকে ব্রেকিং নিউজের আপডেট পেতে

সারাদিন ধরে চটজলটি নিউজ আপডেট পান

You can manage them any time in browser settings

অক্ষয় না হৃত্বিক কার পক্ষ নিলেন ভাইজান সলমন?

  • By: OneIndia Bengali Digital Desk
Subscribe to Oneindia News

আগামী ১৬ ই অগাস্ট মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত রুস্তম, এবং এই একই দিনে মুক্তি পাবে হৃত্বিক রোশন অভিনীত মহেঞ্জো দারো। বড় বাজেটের এই দুই ছবির ভাগ্য কি বলিউডের ভাইজান নির্ধারণ করবেন? আপাতত ইঙ্গিত সেই দিকেই। কেননা এক্স ফ্যাক্টর এখন সলমন নিজেই। [মুক্তির আগেই বিতর্ক তৈরি করেছে এই বলিউড সিনেমাগুলি]

সাম্প্রতিক সময়ে বজরঙ্গী ভাইজান এবং সুলতান রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। তাই বক্স অফিস কিংয়ের হাত যার মাথার উপর থাকবে তার ভাগ্য বদলাতে বাধ্য। ভাইজানের টুইট ইশারায় ভক্তরা টিকিট কাউন্টারের সামনে ভিড় জমবেন এটাই তো স্বাভাবিক। [বরুণ-জনের এই ছবিগুলি দেখলে 'ঢিশুম' দেখার ইচ্ছেটা আরও বেড়ে যাবে!]

অক্ষয় না হৃত্বিক কার পক্ষ নিলেন ভাইজান সলমন খান?

তবে শেষ পর্যন্ত অক্ষয় না হৃত্বিক কার পক্ষ নিলেন সলমন খান? সম্প্রতি সলমন খান নিজের টুইটার একটি ভিডিও পোষ্ট করেন। সেখানে তিনি অক্ষয় কুমার অভিনীত রুস্তম ছবিটি অতি অবশ্যই দেখার অনুরোধ জানান ভক্তদের। তাহলে 'গুজারিশ' মুক্তির সময় সলমন-হৃত্বিক যে বাকযুদ্ধ হয়েছিল সেই রেশ কি এখনও রয়ে গিয়েছে? প্রসঙ্গত উল্লেখ্য গুজারিশ মুক্তির সময় সলমন মন্তব্য করেন, " এই নিম্নমানের ছবি কুকুরেও দেখতে যাবে না।" [বলিউডের সেরা তারকারা সিনেমায় আসার আগে কে কোন পেশায় ছিলেন]

কোন অভিনেতার কোন ছবি হিট করবে বা ফ্লপ হবে সময়ই সে কথা বলবে। আপাতত ভাইজানের এহেন আচরণে দুই তারকার মধ্যে ঠাণ্ডা লড়াই আবারও শুরু হল বলেই মনে করছে টিনসেলটাউন। [ শিল্পা শেট্টির চোখধাঁধানো বাংলোর অন্দরমহলের চিত্র]

English summary
Salman khan promotes Akshay Kumar's Rustom
Please Wait while comments are loading...