'পাকিস্তানে মিকার গান' ইস্যুতে এবার সলমনও নিষেধাজ্ঞার মুখে! কী জানাচ্ছে এফডাব্লুআইসি
মিকা ইস্যুতে নিজের অবস্থানে অনড় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্প্লইজ অ্যাসোসিয়েশন। তারা এর আগেই জানিয়ে দিয়েছে, যে পাকিস্তানে মিকা সিং এর গানের অনুষ্ঠানের পর তাঁকে গোটা ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের কোনএ সাংস্কৃতিক মঞ্চে মিকা সিং গান গাইতে পারবেন না। শুধু তাই নয়, কোন ফিল্মেও মিকার গান নিষিদ্ধ করা হয়েছে। এরপর মিকা ইস্যুতে হুমকি গিয়েছে সলমনের কাছেও!

প্রসঙ্গত, আগামী কয়েক সপ্তাহ ধরে মার্কিন শহরগুলিতে 'আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল উইথ সলমন' অনুষ্ঠানের জন্য সেদেশে পাড়ি দেবেন সলমন। সেখানে বিভিন্ন শহরে সলমনের শো করবার কথা রয়েছে। জানা গিয়েছে, সেই শোতে অংশ নেওয়ার কথা রয়েছে মিকা সিংয়েরও। আর এতেই বাধ সেধেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্প্লইজ অ্যাসোসিয়েশন। অ্যসোসিয়েশন জানিয়েছে, 'সলমন বা কেউই যদি মিকার সঙ্গে কাজ করেন নিষেধাজ্ঞা চলাকালীন, তাহলে তিনিও নিষিদ্ধ ঘোষিত হবেন।'
তবে, অ্য়াসোসিয়েশন জানিয়ে দিয়েছে, কোনও দেশ যদি মিকাকে গান গাইতে ডেকে পাঠায় তাহলে সেক্ষেত্রে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্প্লইজ অ্যাসোসিয়েশন কিছু বলতে পারেনা আইনত। তবে মিকার সঙ্গে যে ব্যক্তি অনুষ্ঠান মঞ্চে থাকবেন , তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।