মঞ্চে জ্যাকলিনকে টেনে এক ছেলের সঙ্গে আলিঙ্গনে বাধ্য করলেন সলমন! ভাইরাল ভিডিও
আসন্ন 'রেসথ্রি' ছবিটি । ইদে মুক্তি পেতে চলেছে ভাইজান সলমনের এই ছবি। তার আগে ছবির গোটা টিম ব্যস্ত 'রেস থ্রি'-র প্রচারে। রিয়ালিটি শো 'ডান্স দিওয়ানে' -তে হাজির হয়েছিল ছবির কাস্ট। বিচারকের আসনে উপস্থিত ছিলেন সলমন, জ্যাকলিন, অনিল কাপুররা। সেখানে এক ৭ বছরের ছোট্ট ছেলের সঙ্গে মঞ্চে আলিঙ্গন করতে জ্যাকলিনকে বাধ্য করেন সলমন! মজার এই দৃশ্যের ভিডিও এখন ভাইরাল।

ভিডিওটিতে দেখা যায়, ছোট্ট ৭ বছরের এক প্রতিযোগীকে সলমন বলছেন যে , ওই প্রতিযোগীর সঙ্গে আলিঙ্গন করতে চান জ্যাকলিন! সলমনের এই মজার কথায় পাল্টা মশকরা করে ছোট্ট প্রতিযোগীও। সে সাফ জানিয়ে দেয় আলিঙ্গে সে রাজি নয়! আর এই উত্তর শুনে জ্যাকলিনকে মঞ্চে নিয়ে এসে সলমনের সঙ্গে আলিঙ্গন করতে বাধ্য করেন তিনি। ছোট্ট ছেলেটির সঙ্গে সেই সময়ে মজাও করতে থাকেন সলমন। এদিকে, বিচারকের আসনে তখন হেসে গড়িয়ে পড়ছেন অনিল, মাধুরী দীক্ষিতরা। দেখে নিন সেই ভিডিওটি।
A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143) on May 28, 2018 at 6:14am PDT
ভিডিওটি ইন্টারনেটে আসার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। এদিকে, জ্যাকলিন নিজেই পোস্ট করেন এই মিষ্টি ভিডিওটি। আর ভাইরাল হয়ে ওঠে ভিডিওয় অনেকে এই ঘটনা নিয়ে যেমন মজাদার কমেন্ট করেন, তেমন অনেকেই ঘটনারসঙ্গে পাপন-কাণ্ডের মিল খুঁজে পান। অনেকেই সমালোচনা করেন সলমনের। তবে ভালো-মন্দো আবেগের মিশেলে এই ভিডিওটি আপাতত ভাইরাল।