For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাখলেন প্রতিশ্রুতি, ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দিনমজুরকে আর্থিক সাহায্য করবেন সলমন খান

রাখলেন প্রতিশ্রুতি, ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দিনমজুরকে আর্থিক সাহায্য করবেন সলমন খান

Google Oneindia Bengali News

শাহরুখ খানের পর এবার করোনা ভাইরাসের লড়াইয়ে এগিয়ে এলেন সলমন খান। বুধবার ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজ (‌এফডব্লিউআইসিই)‌–এর পক্ষ থেকে জানানো হয়েছে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন দিনমজুরদের অ্যাকাউন্টে অর্থ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সলমন খান। ইতিমধ্যেই তিনি সেই সব দিন মজুরদের অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে টাকা পাঠাতে শুরু করেছেন।

২৫ হাজার জন শ্রমিককে আর্থিক সহায়তা সলমনের

২৫ হাজার জন শ্রমিককে আর্থিক সহায়তা সলমনের

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যে ২১ দিনের লকডাউন চলছে তার প্রভাব বাজেভাবে পড়েছে এই দিনমজুরদের ওপর, সলমন এরকম ২৫ হাজার জনকে আর্থিক সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এফডব্লিউআইসিই-এর সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদের প্রত্যেককে প্রাথমিকভাবে তিন হাজার টাকা করে দিচ্ছেন সলমন যা মঙ্গলবার থেকে দেওয়া শুরু হয়েছে। তিনি বলেন, ‘‌আমরা সলমনকে ২৩ হাজার জনের চূড়ান্ত তালিকা দিয়েছি, যাঁদের আর্থিক সহায়তা খুবই প্রয়োজন। সলমন এই অর্থ কিছু কিছু করে মজদুরদের অ্যাকাউন্টে দেবেন যাতে এই অর্থের অপব্যবহার না হয়। এরপর আবার কিছু টাকা তিনি পরে দেবেন। আমাদের কর্মীদের এভাবে সহায়তা করার জন্য আমি সলমন খানের কাছে কৃতজ্ঞ।'‌

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাহায্য করবে সলমন

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাহায্য করবে সলমন

সলমনের বিশ্বস্ত সূত্রের খবর, দেশের পরিস্থিতি যতদিন না ঠিক হচ্ছে ততদিন সলমন এইসব মজদুরদের সাহায্য করে যাবেন। ওই সূত্র থেকে আরও জানা গিয়েছে, ‘‌মঙ্গলবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা কর্মীদের প্রত্যেক মাসে পর্যাপ্ত অর্থ দেব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিকরা এই আর্থিক সহায়তা পাবে।'‌ এফডব্লিউআইসিই জানিয়েছে, যশ রাজ ফিল্মসের পক্ষ থেকেও তিন হাজার কর্মীদের পাঁচ হাজার করে সহায়তা করা হচ্ছে।

বলিউডের অনেকেই আর্থিক সাহায্য করছেন

বলিউডের অনেকেই আর্থিক সাহায্য করছেন

সলমনের পাশাপাশি বলিউডের বহুজন ইন্ডাস্ট্রির এই কর্মীদের সাহায্য করছেন। অজয় দেবগণ ও পরিচালক রোহিত শেট্টি ৫১ লক্ষ টাকা করে প্রতিজন দিচ্ছে। বনি কাপুর ও অর্জুন কাপুরও সাহায্য করছেন এবং আরও অনেককেই এফডব্লিউআইসিই এই কর্মীদের সাহায্য করার কথা জানিয়েছেন। এফডব্লিউআইসিই বলেছে, ‘‌মঙ্গলবার আমরা প্রডুউসার গিল্ডের পক্ষ থেকে দেড় কোটি টাকা পেয়েছি। ফেডারেশেনর কাছে এখন মোট ৩ কোটি টাকা রয়েছে। আমরা এখনও নেটফ্লিক্স, যারা দৈনিক মজুরদের আর্থিক সাহায্য করবে বলে জানিয়েছে, সেখান থেকে টাকা পাওয়া বাকি রয়েছে এবং অমিতাভ বচ্চনের কাছ থেকেও আমরা সাহায্য পাব, যিনি এক লক্ষ কর্মীর রেশন দেবেন। তিনি আমাদের কুপন দেবেন যা দু-একদিনের মধ্যেই আমরা সংগ্রহ করব।'‌

৩ কোটি টাকা বিতরণ হবে মহারাষ্ট্রের পাঁচ লক্ষ জন কর্মীর মধ্যে

৩ কোটি টাকা বিতরণ হবে মহারাষ্ট্রের পাঁচ লক্ষ জন কর্মীর মধ্যে

অমিতাভের এই রেশন কুপন চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা ও কর্নাটকে অন্য সংগঠনদেরও দেওয়া হবে। এফডব্লিউআইসিই জানিয়েছে, ৩ কোটি টাকা মহারাষ্ট্রের পাঁচ লক্ষ কর্মীদের মধ্যে বিতরণ করা হবে। ১৪ এপ্রিল থেকে এই টাকা দেওয়া শুরু হবে। যারা কোনও আর্থিক সহায়তা এখনও পায়নি তাদের অগ্রাধিকার আগে।

English summary
The actor had recently pledged to financially support 25,000 daily wage workers who have been badly hit by the 21-day lockdown to contain the coronavirus spread in the country,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X