For Quick Alerts
For Daily Alerts
চাপের মুখে নতি স্বীকার সল্লুর! পাল্টে গেল 'লাভরাত্রি' ছবির নাম
একাধিক অভিযোগ, ক্ষোভ-বিক্ষোভ , আইনি মামলার পর শেষমেশ চাপের মুখে হার মানল বলিউড ভাইজান 'সলমন'-শিবির। সলমন প্রযোজিত ফিল্ম 'লাভরাত্রি' ছবির নাম পাল্টে ফেলা হল। সলমন খানের বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা অভিনীত এই ছবি ঘিরে বিতর্ক প্রথম থেকেই ছিল।

'লাভরাত্রি' নামটি হিন্দু ভাবাবেগে আঘাত করছে বলে দাবি করেছিল বেশ কয়েকটি হিন্দ সংগঠন. এমন দাবিতে বিহারের এক আদালতে মামলাও দায়ের হয়। তবে শেষমেশ সেই সমস্ত বিতর্ককে ঝেড়ে ফেলতে ছবির নাম পাল্টায় সলমনের প্রযোজনা সংস্থা। ছবির নতুন নাম হয়েছে 'লাভ যাত্রি'। যদিও ছবির আগের নাম থেকে এর নামকরণের খুব একটা ফারাক নেই।
This is not a spelling mistake... #loveyatri #lovetakesover...@SKFilmsOfficial @aaysharma @Warina_Hussain @abhiraj21288 @TSeries pic.twitter.com/WcI5tbXkke
— Salman Khan (@BeingSalmanKhan) September 18, 2018
আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে সলমন প্রযোজিত এই ছবি। তার আগে ছবির নাম নিয়ে বিতর্ক ওঠে। শুধু ছবির নামকে ঘিরে নয়, এর আগে গুজরাতের রাস্তায় হেলমেট ছাড়া ঘুরতে দেখা যায় ছবির নায়ক আয়ুষকে। তা নিয়েও চলে ব্য়াপক বিতর্ক।