সলমন তাঁর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন শাহরুখকে, পুরনো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সম্প্রতি বলিউড অভিনেতা সলমন খানের একটি ভিডিও গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিওতে অভিনেতাকে দেখা গিয়েছে তাঁর অ্যাওয়ার্ড তিনি উৎসর্গ করেছেন সলমনের ঘনিষ্ঠ বন্ধু ও সহ–অভিনেতা শাহরুখ খানকে।

ভিডিওতে দেখা গিয়েছে, সলমন খানকে কুছ কুছ হোতা হ্যয়–এর শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেই পুরস্কার অভিনেতার হাতে দেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুর। সল্লু মিঞা তাঁর এই পুরস্কারটি উৎসর্গ করেন তাঁর সহ–অভিনেতা শাহরুখ খানের সঙ্গে। কুছ কুছ হোতা হ্যয়–তে সলমনের সঙ্গে ছিলেন শাহরুখ খানও। ভিডিওতে শাহরুখের উদ্দেশ্যে সলমন জানিয়েছেন যে তিনি আশা করেন যে তাঁর গোটা জীবনে শাহরুখ তাঁকে সমর্থন করবেন।
View this post on InstagramA post shared by ѕαℓмαи кнαи fαиραgє 💫 (@beingsalmangalaxy) on
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ–সলমন একে–অপরের সম্পর্কে ভালো কথা অদল বদল করেন। সম্প্রতি লকডাউনের মধ্যেই সলমন খান ইউটিউব চ্যানেলে বেশ কিছু গান প্রকাশ করেন। সলমন এ প্রসঙ্গ শাহরুখের অভিমত জানতে চাইলে জিরো অভিনেতা মজা করে বলেন, 'ভাই দারুণ এক একা ও ভালো গায়ক (ভাই কামাল কা সিঙ্গল অউর সিঙ্গার হ্যয়)।’

বরুণ ধাওয়ানের মুখে মাস্ক কেন, তোলপাড় সোশ্যাল মিডিয়া