For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গলসূত্রের বিজ্ঞাপন নিয়ে কেন ট্রোলের শিকার হলেন সব্যসাচী জানেন ! তুঙ্গে রয়েছে বিতর্ক

মঙ্গলসূত্রের বিজ্ঞাপন নিয়ে কেন ট্রোলের শিকার হলেন সব্যসাচী! তুঙ্গে রয়েছে বিতর্ক

  • |
Google Oneindia Bengali News

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ব্র্যান্ডে নানান ধরনের কালকশন বিভিন্ন সময়ে উঠে আসতে শুরু করে। কখনও কাঞ্জিভরম শাড়ি থেকে শুরু করে লহেঙ্গা চোলি বা গয়নার বিভিন্ন ধরনের সিরিজ থাকে সব্যসাচীর। এবার তিনি বাজারে এনেছেন তাঁর 'মঙ্গলসূত্র' এর নিজস্ব কালেকশন। আর এই মঙ্গলসূত্রের নক্সা যেমন সব্যসাচীকে ট্রোলের শিকার করেছে, তেমনই এই বিজ্ঞাপনের ঘরানা নিয়েও তুঙ্গে রয়েছে বিতর্ক। হিন্দু ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে অনেকেই সরব হয়েছেন এই ইস্যুতে।

তুঙ্গে ট্রোল

তুঙ্গে ট্রোল

'ইনটিমেট ফাইন জুয়েলারি' নামের নতুন একটি সিরিজ তৈরি করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। এই ডিজাইনারের যেকোনও পণ্যই ব্যাপকভাবে আলোচিত হয় ফ্যাশন প্রেমীদের জন্য। এদিকে,এই পরিস্থিতিতে রীতিমতো তুঙ্গে রয়েছে বিতর্ক। সব্যসাচীর ব্র্যান্ডের একটি সাম্প্রতিক বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, এক মহিলা অন্তর্বাস পরিহিতা হয়ে মঙ্গল সূত্র গলায় রেখেছেন। মহিলার এমন ছবি দিয়ে মঙ্গল সূত্রের বিজ্ঞাপন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বহু জনের দাবি সব্যসাচীর তৈরি গহনার বিজ্ঞাপন কার্যত হিন্দু ভাবাবেগে আঘাত করেছে।

রয়্যাল বেঙ্গল মঙ্গলসূত্র

উল্লেখ্য, ইনটিমেট ফাইন জুয়েলারি কালেকশনে সব্যাসাচী একটি মঙ্গলসূত্র রেখেছেন যার নাম হল 'রয়্যাল বেঙ্গল মঙ্গলসূত্র'। উল্লখ্য, সাধারণত মঙ্গলসূত্র দক্ষিণ ভারতের মহিলারা বিয়ের সময় বেশি পরে থাকেন বাঙালিদের তুলনায়, সেই জায়গা থেকে এমন কালেকশনের নাম নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে, মঙ্গল সূত্রের বিজ্ঞাপনে দুই নারী পুরুষের ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নিয়েও উঠেছে একাধিক বার্তা।

অশ্লীলতার দায়!

অশ্লীলতার দায়!

উল্লেখ্য়, এই বিজ্ঞাপন ঘিরে অশ্লীলতার অভিযোগে অনেকেই সরব হয়ে গিয়েছেন। অনেকেরই দাব সব্যসাচীর এই ব্র্যান্ডের পণ্যে বহু অশ্লীল বার্তা দেওয়া হয়েছে। বহু নেটিজেনের পোস্ট অনুযায়ী বলা হচ্ছে, হিন্দু ভাবাবেগে আঘাত করেছে সব্যসাচীর ব্র্যান্ডের এই গহনাগুলির বিজ্ঞাপন। অনেক নেটিজেনের দাবি, যেভাবে এই মঙ্গলসূত্রের বিজ্ঞাপন হয়েছে তাতে যে হারটি তুলে ধরা হয়েছে তা মেটেও মঙ্গলসূত্র নয়। এর ধরন মঙ্গলসূত্রের মতো নয়। ফলে এই হারকে এমন নাম দেওয়াও ভুল সিদ্ধান্ত।

গহনা কোথায়?

এদিকে, গহনার বিজ্ঞাপনের ছবিটা এমনভাবে দেওয়া হয়েছে যে, তাতে দেখাই যাচ্ছে না, কোথায় রয়েছে গহনাটি। এই নিয়ে প্রশ্ন তুলে বহু নেটিজেন দাবি করেছেন, কেবলমাত্র নারী-পুরুষের ঘনিষ্ঠতাই বেশি ফুটে উঠছে এই বিজ্ঞাপনে। এখানে মঙ্গলসূত্রের ছবিই দেখা যাচ্ছে না। এদিকে, এই পরিস্থিতিতে বিতর্ক দানা বাঁধলেও ডিজাইনের তরফে এখনও কিছু জানানো হয়নি।

প্রতীকী ছবি

English summary
Know why Sabyasachi Mangal sutra ad becomes talk of the town, It got Trolled by Netizens.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X