For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাহুবলীকে টপকাতে পারল না সাহো, বক্স অফিস কালেকশনে অনেকটাই পিছিয়ে

বাহুবলী প্রভাসকে এখনও অ্যাকশন হিরোর ভূমিকায় মেনে নিতে পারছে না অনুরাগীরা।

Google Oneindia Bengali News

বাহুবলী-র পর প্রভাসের প্রথম ছবি সাহো। প্রথম দিনেই বক্স অফিসে ছক্কা হাঁকালেও বাহুবলীর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। একদিনে হিন্দি বাহুবলী যেখানে ৪২ কোটি টাকা রোজগার করেছিল করেছিল বক্স অফিসে। সাহো সেখানে মাত্র ২৪ কোটি টাকা রোজগার করতে পেরেছে।

বাহুবলীকে টপকাতে পারল না সাহু

বাহুবলী বনাম সাহু

বাহুবলী প্রভাসকে এখনও অ্যাকশন হিরোর ভূমিকায় মেনে নিতে পারছে না অনুরাগীরা। সেকারণেই অ্যাকশনে ভরপুর হলেও বাহুবলীর বক্স অফিস কালেকশন থেকে অনেকটাই পিছিয়ে সাহো। একদিনে হিন্দি বাহুবলী যেখানে ৪২ কোটি টাকা সংগ্রহ করেছিল সেখানে হিন্দি সাহো একদিনে মাত্র সাড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে।

দেশের সবচেয়ে দামী ছবি সাহো

বাজেটের দিক থেকে বাহুবলীর চেয়েও দামী সাহো। ৩৫০ কোটি টাকার বিপুল বাজেটের ছবি। আর বাহুবলী সে সেজায়গায় মাত্র ১২১ কোটি টাকা। তার উপরে হলিউডের অ্যাকশন কোরিওগ্রাফাররা কাজ করেছেন এই ছবিতে। একটি অ্যাকশন দৃশ্যের জন্য খরচ করা হয়েছে ৭ কোটি টাকা। কিন্তু সেই তুলনায় আশানুরূপ ফল হয়নি।

বাহুবলীর ছায়া টপকাতে পারছেন না প্রভাস

বাহুবলীকে সাহোর ভূমিকায় দেখতে চাইছেন না দর্শকরা। কাল্ট হয়ে যাওয়া প্রভাসের বাহুবলীর ইমেজ যেন কোনওভাবেই ভুলতে পারছেন না তাঁরা। তাই যতই হোক অ্যাকশন ছবি প্রভাস সেই বাহুবলীতেই আটকে রয়েছেন। ফিল্ম সমালোচকদের দাবি বাহুবলীতে প্রভাসকে দেখার পর আর সাহুর সাদামাটা শুধু অ্যাকশন হিরোর ভূমিকা কিছুতেই দেখতে রাজি নন দর্শকরা। শুধু মাত্র অ্যাকশনে ভর করেই যে প্রভাস আর বাহুবলীর ছায়া পেরোতে পারবেন না তা স্পষ্ট হয়ে গিয়েছে।

English summary
Saaho opened to more than Rs 100 crore gross
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X