প্রভাস-ম্যাজিক ঝড় বিদেশেও অব্যাহত !'সাহো' পার করে গেল ৪০০ কোটির গণ্ডি
'বাহুবলী' ম্যাজিক উস্কে দিয়ে ফের একবার প্রভাস -জ্বরে কাঁপছে বলিউড। 'সাহো ' ঘিরে সেভাবে কোনও রকমের ইতিবাচক রিভিউ না এলেও, রুদ্ধশ্বাসে এগিয়ে চলেছে 'সাহো' র সাফল্য। ছবিটি বক্স অফিসে রীতিমতো ছাপ ফেলতে শুরু করে দিয়েছে।

বিশ্ব বাজারের নিরিখে ৪০০ কোটি টাকার গণ্ডি ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে 'সাহো'। শুধু তাই নয়, রজনীকান্তের 'কাবলি' ও বিজয়ের 'মর্সাল'কে পিছনে ফেলে জোর গতিতে এগিয়ে চলেছে প্রভাস অভিনীত এই ছবি। দক্ষিণী ছবির মধ্যে এই মুহূর্তে 'সাহো' বহু তামিল ছবিকেই পিছনে ফেলে ২০১৯ সালের শ্রেষ্ঠত্বের শিরোপার দাবি রাখতে শুরু করে দিয়েছে। ২০১৯ সালের সেরা ছবিগুলির মধ্যে সাহো আপাতত 'কবীর সিং' এর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে দিয়েছে।
২.০, বাহুবলী২ এর পর 'সাহো' বিদেশের মাটিতে সফল হওয়া অন্যতম ছবি। ১০ দিনে ছবি ৬৫ কোটি টাকা রোজগার করেছে। মার্কিন মুলুকে ছবিটি পেয়েছে ৩ মিলিয়ন ডলারের ব্যবসা। আপাতত ছবি ঘিরে আরও সাফল্যের আশায় নির্মাতারা।