For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসএস রাজামৌলির ‘‌বাহুবলী’-র রেকর্ড ভেঙে ‘‌আরআরআর’‌ ঝড় বক্স অফিসে

এসএস রাজামৌলির ‘‌বাহুবলী’-র রেকর্ড ভেঙে ‘‌আরআরআর’‌ ঝড় বক্স অফিসে

Google Oneindia Bengali News

একেই বলে নিজেই নিজের রেকর্ড ভাঙা। এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ওরফে 'রাইজ রোর রিভোল্ট’ বক্স অফিসে ‌দারুণ ঝড় তুলেছে। বাহুবলীর পর আবার আরআরআর–ও সকলকে হতবাক করে দিয়ে তরতরিয়ে এগিয়ে চলেছে। জুনিয়র এনটিআর ও রাম চরণ অবিনীত ত্রিপল আর বক্র অফিসে সব ছবির রেকর্ডকে ভেঙে দিয়েছে। ট্রেড রিপোর্ট অনুযায়ী, আরআরআর–এর হিন্দি ভার্সন বাহুবলীর আজীবনের ব্যবসাকে এক সপ্তাহের মধ্যে ছাপিয়ে চলে গিয়েছে। এটা অবশ্যই আরআরআর–এর জন্য নতুন মাইলস্টোন, যা আরও রেকর্ড ভাঙার পথে এগিয়ে চলেছে।

এসএস রাজামৌলির ‘‌বাহুবলী’-র রেকর্ড ভেঙে ‘‌আরআরআর’‌ ঝড় বক্স অফিসে

বাহুবলী ১ ও বাহুবলী ২ গোটা দেশকে পাগল করে তুলেছিল আর এসএস রাজামৌলির আরআরআর–ও প্রমাণ করেছে যে তিনি কেন গল্প বলার ক্ষেত্রে মাস্টার। আরআরআর মাত্র তিনদিনের মধ্যে ৫০০ কোটি টাকার ব্যবসা দিয়েছে বক্স অফিসকে। এই সিনেমা বক্স অফিসে রীতিমতো রাজ করছে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, আরআরআর (‌হিন্দি)‌ ১ সপ্তাহে বাহুবলীর আজীবন ব্যবসাকে হারিয়ে শীর্ষে রাজত্ব করেছে ৷ আরআরআর–এর হিন্দি ভার্সন বক্স অফিসে ২০০ কোটি টাকার ব্যবসা করেছে। একশো কোটির ক্লাবে প্রবেশের জন্য এই ফিল্ম দ্রুত গতিতে এগিয়ে চলেছে।’‌

এসএস রাজামৌলির ‘‌বাহুবলী’-র রেকর্ড ভেঙে ‘‌আরআরআর’‌ ঝড় বক্স অফিসে


ফিল্ম ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, 'আরআরআর-এর হিন্দি ভার্সনে সোমবার বড়সড় প্রভাব পড়েছে। করোনা পরবর্তীতে মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে চতুর্থ দিনে ভালো ব্যবসা করেছে। মঙ্গলবার-পঞ্চম দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে হিন্দি ভার্সন। শুক্র ১৯ কোটি, শনি ২৪ কোটি, রবিবার ৩১.৫০ কোটি, সোমবার ১৭ কোটি ব্যবসা করেছে এই ছবি। দেশজুড়ে মোট ৯১.৫০ কোটির ব্যবসা করেছে ছবি।’

এসএস রাজামৌলির ‘‌বাহুবলী’-র রেকর্ড ভেঙে ‘‌আরআরআর’‌ ঝড় বক্স অফিসে

প্রায় চার বছর পর ফের ঝড় তুলতে আসছে কেজিএফ চ্যাপ্টার-২, প্রথম দর্শনেই বাজিমাত প্রায় চার বছর পর ফের ঝড় তুলতে আসছে কেজিএফ চ্যাপ্টার-২, প্রথম দর্শনেই বাজিমাত

আরআরআর কাল্পনিক যুদ্ধের ছবি, যেখানে তেলেগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারম রাজু ও কোমারাম ভীমের জীবনকে তুলে ধরা হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট, অজয় দেবগণ, রে স্টিভেনসন, অলিভিয়া মরিস ও অ্যালিসন দুদি। বাহুবলী:‌ দ্য বিগিনিং ও বাহুবলী:‌ দ্য কনক্লিউশন–এ অভিনয় করেছিলেন রামাইয়া কৃষ্ণন, প্রভাস, রানা ডাগ্গুবাতি, অনুষ্কা শেট্টি, তামান্না ও সত্যরাজ প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।

English summary
rrr hindi break bahubali lifetime record in 1 week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X