For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রোজা' খ্যাত এই তারকার পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে! জানুন বিস্তারিত

১৯৯২ সালে মুক্তি পেয়েছিল মনিরত্নমের তামিল ছবি 'রোজা'। যা পরে ডাবিং হয়ে মুক্তি হয়ে হিন্দি ভাষায়।

  • |
Google Oneindia Bengali News

১৯৯২ সালে মুক্তি পেয়েছিল মনিরত্নমের তামিল ছবি 'রোজা'। যা পরে ডাবিং হয়ে মুক্তি হয়ে হিন্দি ভাষায়। কাশ্মীরের প্রেক্ষাপট, উগ্রবাদী হামলা, দেশ প্রেমের মধ্যে গড়ে ওঠা এক সরল দাম্পত্য প্রেমের গল্প বলেছে এই ছবি। নব্বইয়ের দশকের অন্যতম স্মরণীয় ছবি 'রোজা'। সেই ছবির নায়ক অরবিন্দ স্বামী কয়েক বছর আগেই পের একবার স্ক্রিনে ফিরছেন। এবার শোনা যাচ্ছে পর্দার সামনে নয়, পর্দার পিছনে থেকে নিজের ফিল্ম কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

রোজা খ্যাত এই তারকার পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে! জানুন বিস্তারিত

বছর খানেক আগে তামিল ভাষাতে মুক্তি পায় অরবিন্দ স্বামী অভিনীত 'থানি অরুভম'। পরবর্তীকালে তা তেলুগুতেও রিমেক করা হয়। ছবিটিকে কার্যত অরবিন্দ স্বামীর কামব্যাক ফিল্ম হিসাবে নামাঙ্কিত করতে থাকে দক্ষিণী চলচ্চিত্র মহল। এই তামিল অভিনেতা সেখানে খলায়কের ভূমিকায় ফের একবার মন জয় করে নেন দর্শকের। এরপর শোনা যাচ্ছে ছবির পরিচালকের ভূমিকায় দেখা যেতে চলেছে অরবিন্দ স্বামীকে। এবছরই পরিচালক হিসাবে ছবির কাজে নামছেন অরবিন্দ। সম্ভবত তামিল ছবি দিয়েই হাতেখড়ি হবে এই তামিল অভিনেতার পরিচালনার কাজের।

[আরও পড়ুন:এই বলিউড অভিনেত্রীরা বুঁদ হয়ে থাকেন ধূমপানে! দেখে নিন কারা রয়েছেন এই তালিকায়][আরও পড়ুন:এই বলিউড অভিনেত্রীরা বুঁদ হয়ে থাকেন ধূমপানে! দেখে নিন কারা রয়েছেন এই তালিকায়]

মনিরত্নমের ছবি 'থলপতি' দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অরবিন্দ। পরবর্তীকালে 'রোজা', 'বম্বে'-র মতো হিট ফিল্মে দর্শকদের মুগ্ধ করেন তিনি। কেরিয়ারের সফল ১৬ টি ফিল্ম করার পর অবসর নেওয়ার কথা ভেবেছিলেন অভিনেতা। যোগ দেন পারিবারিক ব্যবসায়ে। কিন্তু লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে বেশিদিন সরিয়ে রাখতে পারেননি এই অভিনেতা। এবার অভিনয়ের পর, পালা ফিল্ম নির্দেশনার। সেদিকেই তাকিয়ে তাঁর ভক্তরা।

English summary
Roja Star Arvind Swami will soon turn to direction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X