For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সিম্বা'র হাত ধরে রেকর্ড রোহিতের ! প্রথম ভারতীয় পরিচালক হিসাবে রোহিত শেট্টির অনন্য 'প্রাপ্তি'

বছরের শেষে বলিউড ক্যালেন্ডারে বক্স অফিস মাত করেছে রোহিত শেট্টি পরিচালিত 'সিম্বা'।

  • |
Google Oneindia Bengali News

বছরের শেষে বলিউড ক্যালেন্ডারে বক্স অফিস মাত করেছে রোহিত শেট্টি পরিচালিত 'সিম্বা'। ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই তা ঢুকে পড়েছে ১০০ কোটি টাকার ক্লাবে। আর এই ফিল্মের সঙ্গে এক অনন্য রেকর্ড গ়ড়ে ফেললেন পরিচালক রোহিত শেট্টি। টানা ৮ টি ১০০ কোটি টাকার ছবি তৈরির নেপথ্য নায়ক রোহিত। ৮ টি ১০০ কোটি টাকার ক্লাবে থাকা ফিল্মের পরিচালক হিসাবে উঠে এসেছে রোহিত শেট্টির নাম।

রণবীর সিং কী জানিয়েছেন...

'সিম্বা' স্টার রণবীর সিং এই রেকর্ডের কথা উল্লেখ করে তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে রোহিত শেট্টির ভূয়সী প্রশংসা করেন। রোহিতকে 'রো-ব্রো' সম্বোধন করে একটি পোস্ট করেন তিনি।

১০০ কোটির ক্লাবে 'গোলমাল ৩'

১০০ কোটির ক্লাবে 'গোলমাল ৩'

রোহিত শেট্টি পরিচালিত 'গোলমাল ৩' ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল। ছবিতে অজয় দেবগণ, অরশদ ওয়ার্সি সহ একাধিক নামী তারকারা ছিলেন।

'সিংহম'

'সিংহম'

দক্ষিণী ছবির রিমেক 'সিংহম'ও ২০১১ সালের অন্যতম বিগ বাজেট ফিল্ম ছিল। বাজিরাও সিংহমের চরিত্রে অজয় দেহগণ সকলের মন জয় করে নেন ছবিতে। এই ছবিও ১০০ কোটির ক্লাব দখল করে।

 'বোল বচ্চন'

'বোল বচ্চন'

অজয় দেবগণকে নিয়ে ২০১২ সালে রোহিত শেট্টির অন্যতম ছবি 'বোল বচ্চন ' ও অন্যতম ১০০ কোটি ক্লাবের ছবি।

চেন্নাই এক্সপ্রেস

চেন্নাই এক্সপ্রেস

শাহরুখ দীপিকা অভিনীত 'চেন্নাই এক্সপ্রেস' ৪০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছিল ২০১৪ সালে। ভারতেই শুধুমাত্র এই ছবি ২০০ কোটি টাকার ব্যবসা করেছে।

সিংহম রিটার্নস ও দিলওয়ালে

সিংহম রিটার্নস ও দিলওয়ালে

শাহরুখ -কাজল অভিনীত 'দিলওয়ালে' ও 'সিংহম রিটার্নস ' ছবি দুটিও ৪০০ কোটি ও ১৪০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে। ছবিটির রেকর্ডও রোহিত শেট্টিকে বাড়তি মাইলেজ দিয়ে দিয়েছে।

গোলমাল এগেইন ও সিম্বা

গোলমাল এগেইন ও সিম্বা

২০১৭ সালের 'গোলমাল এগেইন' ও ২০১৮ সালের 'সিম্বা' ছবিটি রীতিমত চর্চায় এসেছে। ' গোলমাল এগেইন' ২০১৭ সালে মুক্তি পেতেই ২০০ কোটি টাকার ব্যবসা করেছে। আর 'সিম্বা' মুক্তি পেতেই তা ১০০ কোটিক ক্লাবে চলে যায়।

English summary
Rohit Shetty becomes first Bollywood director to deliver eight Rs 100 cr hits.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X