For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"পাপা আমরা পেরেছি!", লাতুরে ভাইদের জয়ে আপ্লুত রীতেশ দেশমুখ

মহারাষ্ট্রে কংগ্রেসের হয়ে সব থেকে বড় দুটি জয় এনে দিয়েছেন দেশমুখ ভাইরা। অমিত দেশমুখ ও ধীরজ দেশমুখ তাঁদের আসনগুলিতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ভাইদের এই সাফল্যে আপ্লুত বলিউডের অভিনেতা তথা মহারাষ্ট্রের প

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের হাতাশা ভুলে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে তুলনামূলক ভাবে ভালো ফল করেছে কংগ্রেস। নির্বাচনের আগে এবং বুথফেরত সমীক্ষাতে যে ভাবে কংগ্রেসের নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল তা আপাতত দূরে ঠেলতে সক্ষম হয়েছে কংগ্রেস। এরই মধ্যে কংগ্রেসের হয়ে সব থেকে বড় দুটি জয় এনে দিয়েছেন দেশমুখ ভাইরা। অমিত দেশমুখ ও ধীরজ দেশমুখ তাঁদের আসনগুলিতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ভাইদের এই সাফল্যে আপ্লুত বলিউডের অভিনেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বিলাস রাও দেশমুখের ছেলে রীতেশ দেশমুখ। গতকাল টুইট করে ভাইদের এই বিষয়ে শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি বাবা বিলাস রাওকে উদ্দেশ্য করে তিনি লেখেন, "পাপা আমরা করে দেখিয়েছি।"

লাতুরের দুটি আসন থেকে জিতেছেন দেশমুখ ভাইরা

লাতুরের দুটি আসন থেকে জিতেছেন দেশমুখ ভাইরা

রীতেশের ভাই অমিত দেশমুখ এই নিয়ে তৃতীয়বার বিধায়ক হলেন। এবারেও লাতুর (শহর) থেকে ৩৮, ২১৭ ভোটের ব্যবধানে জেতেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শৈলেশ লাহোতি। অপরদিকে প্রথমবার ভোটের ময়দানে নামা ধীরজের জয়ে ব্যবধান ছিল আকাশ ছোঁয়া। লাতুর (গ্রামীণ) থেকে তিনি ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জেতেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অবশ্য কোনও প্রার্থী ছিলেন না। ছিল নোটা।

ভাইদের হয়ে ভোটপ্রচারে রীতেশ

ভাইদের হয়ে ভোটপ্রচারে রীতেশ

সোমবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনের দিন রীতেশ ও তাঁর স্ত্রী জেনেলিয়া, দুই জনেই লাতুরের ভোটারদের ভোটদান করতে আর্জি জানিয়েছিলেন। এর আগেও দুই ভাইয়ের হয়ে মাঠে নেমে প্রচার করতে দেখা যায় রীতেশকে। রীতেশ তাঁর ভাইদের হয়ে ভোট দিতে আর্জি জানিয়ে বলেছিলেন, "আমার মনে হয় সবার তাঁদের পরিবার ও বন্ধুদের নিয়ে ভোট দিতে যআওয়া উচিৎ। আমার দুই ভাই লাতুরে লড়ছে। আমি তাঁদের জন্য ভোটপ্রচারে গিয়েছিলাম। তবে আমার প্রচার নয়, আমার মনে হয় তাঁদের যোগ্যতাতেই তাঁরা জিতবে।"

ভাইদের জয়ের পর রীতেশের টুইট

ভাইদের জয়ের পর রীতেশের টুইট

গতকাল ভাইদের জয় নিশ্চিত হতেই দুটি ছবি পোস্ট করে টুইট করে রীতেশ। একটি ছবিতে তাঁকে দেখা যায় সাদা কুর্তা পরে আকাশের দিকে দেখছেন। পিছনে বাবা বিলাস রাওয়ের একটি ছবি। অপর ছবিটি ভোট প্রচারের সময়ের। তিন ভাইয়ের একসঙ্গে। ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে রীতেশ তাঁর ভাইদের প্রতি আস্থা রাখার জন্য লাতুরের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

বাবার উদ্দেশ্যে রীতেশের বার্তা

বাবার উদ্দেশ্যে রীতেশের বার্তা

রিতেশ টুইটে লেখেন, "আমরা পেরেছি পাপা। ৪২০০০-এরও বেশি ভোট পেয়ে লাতুর শহর থেকে অমিত তৃতীয়বারের জন্য বিধায়ক হয়েছে। ধীরজ ১,২০,০০০ ভোটে লাতুর গ্রামীণ আসনটি জিতেছে। তাঁদের উপর আস্থা রাখার জন্য আমি লাতুরের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।"

পীযূষ গোয়েলের কটাক্ষর জবাব রীতেশের

পীযূষ গোয়েলের কটাক্ষর জবাব রীতেশের

মহারাষ্ট্রের নির্বাচনের ভোট প্রচার চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বিলাস রাওকে কটাক্ষ করে বলেছিলেন, "জনগণের প্রতি নিজের দায়িত্ব ছেড়ে তিনি (বিলাস রাও দেশমুখ) ছেলেকে বলিউড রোল পাওয়ানোর বিষয়ে বেশি তৎপর ছিলেন।" মনে করা হচ্ছে রীতেশের এই টুইট সেই কটাক্ষেরই জবাব। টুইটের মাধ্য়মে তিনি য়েন বুঝিয়ে দিলেন দেশমুখরা এখনও রাজনৈতিক ময়দানের বড় খেলোয়াড়।

English summary
Riteish Deshmukh's tweet for his father Vilas Rao Deshmukh and congratulating his brothers on their wins in Latur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X