লকডাউনের মধ্যে দিল্লিবাসী ঋষি-কন্যার মুম্বই পৌঁছনো নিয়ে সংকট! অমিত শাহের মন্ত্রক দিল কোন বার্তা
কিছুদিন আগে বাবার মৃত্যুর খবর পেয়েও বেঙ্গালুরুতে আটকে পড়েন বাংলার মেগাস্টার মিঠুন চক্রবর্তী। কারণ তখনও দেশে লাগু ছিল লকডাউন। এরপর আসে ইরফান খানের মায়ের মৃত্যু সংবাদ। যে সংবাদ পেয়ে কেবলমাত্র ভিডিও কনফারেন্সিংএ শেষকৃত্য মুম্বইতে বসে দেখেন ইরফান। তবে ঋষি কাপুরের কন্যা ঋদ্ধিমা তাঁর বাবাকে শেষ বারের জন্য দেখার যে মরিয়া চেষ্টা চালিয়েছেন, তাতে তিনি শেষমেশ রাস্তা দেখতে পেয়েছেন।

ঋষি কাপুরের মৃত্যু সংবাদ পেয়েই শোকে বিহ্বল হয়ে পড়েন ঋদ্ধিমা। সোশ্যাল মিডিয়ায় তিনি মানসিক পরিস্থিতির কথা জানিয়েওছেন। এরপর লকডাউনের মধ্যেও কীভাবে মুম্বই পৌঁছানো যায়, তার জন্য তিনি আর্জি জানান অমিত শাহের দফতরকে স্বরাষ্ট্রমন্ত্রককে। বাবার সৎকারে যাওয়ার জন্য ঋদ্ধিমার সেই আর্জি মেনে নেয় স্বরাষ্ট্রমন্ত্রক।
View this post on InstagramA post shared by Riddhima Kapoor Sahni (RKS) (@riddhimakapoorsahniofficial) on
এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র পেয়েই শেষবার ঋষিকে দেখতে দিল্লি থেকে রওনা হয়ে গিয়েছেন ঋদ্ধিমা। তবে বিমান নয়, লকডাউনে গাড়ি চালিয়েই সুদূর দিল্লি থেকে মুম্বইয়ের দিকে এগিয়েছেন তিনি। এক্ষেত্রে দিল্লি প্রশাসনও ঋদ্ধিমাদের সাহায্য করছে বলে খবর।
