For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভক্তদের প্রতি ঋষি কাপুরের শেষ টুইট বার্তায় ছিল করোনা যুদ্ধে নিযুক্ত ডাক্তার-নার্সদের শ্রদ্ধার আবেদন!

Google Oneindia Bengali News

একদিনের ব্যবধানে বলিউডের দুই অসাধারণ অভিনেতার মৃত্যুতে বিহ্বল গোটা দেশ। এদিনই ইরফান খানের পর ক্যান্সারের কাছে হেরে পৃথিবী থেকে বিদায় নিলেন ঋষি কাপুর (৬৭)। সকাল ১০টার দিকে ঋষি কাপুরের মৃত্যুর কথা টুইটারে জানান অমিতাভ বচ্চন। তার টুইটের পরই ঋষির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা ছবি পোস্ট করে শোক জানাতে থাকে।

নিজের শেষ টুইটে ভক্তদের কী বার্তা দিয়েছিলেন ঋষি

নিজের শেষ টুইটে ভক্তদের কী বার্তা দিয়েছিলেন ঋষি

তবে নিজের শেষ টুইটে ভক্তদের কী বার্তা দিয়েছিলেন এই অভিনেতা? ২ এপ্রিল শেষবার টুইট করেছিলেন ঋষি কাপুর। টুইটে তিনি লিখেছিলেন, সমাজের প্রত্যেক ভাই বোনের কাছে আমার একটি আবেদন, হিংসা-গণপ্রহার বা পাথর ছোড়া বন্ধ করুন। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে লড়ছেন, আপনাদের সুরক্ষার জন্য করোনার বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়ে যেতে হবে।

ইরফানের শান্তি কামনায় টুইট করেছিলেন ঋষি

ইরফানের শান্তি কামনায় টুইট করেছিলেন ঋষি

এরপর অবশ্য বুধবার ইরফান খানের মৃত্যুর পর অভিনেতার শান্তি কামনায় টুইট করেছিলেন। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই ইরফান খানের সঙ্গে পরলোকের সহযাত্রী হলেন ঋষি। ঋষি কাপুরের একদিন আগে মারা যান ইরফান খান। তিনিও ক্যান্সারে ভুগছিলেন।

ক্যনসারের লড়াইয়ে ঋষি

ক্যনসারের লড়াইয়ে ঋষি

২০১৮ সালে ক্যান্সার ধরা পড়লে নিউইয়র্কে গিয়ে চিকিৎসা নেন ঋষি কাপুর। দীর্ঘ ১১ মাস পর গত সেপ্টেম্বরে ভারতে ফিরে আসেন ক্যান্সার জয়ী হিসেবে। তখন নিজেই টুইট করে ফেরার কথা জানান। বরাবরই টুইটারে বেশ সরব ছিলেন তিনি। কখনও কখনও দিনে গড়ে ৫ থেকে ৬টি টুইট করতেন।

English summary
Rishi Kapoor in his last tweet asked eveyone to respect doctors and nurses during corona pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X