২০২১ সালে বলিউডে কামব্যাক রিয়া চক্রবর্তীর, জানালেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বলিউড মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রায় একমাসের মতো তিনি মুম্বইয়ের বাইকুল্লা জেলে কাটিয়ে জামিনে মুক্তি পান। না, এই ক্ষত এত তাড়াতাড়ি সেরে ওঠার নয়। তবে রিয়া চক্রবর্তী খুব ধীরে হলেও সুস্থ হয়ে উঠছেন, জানিয়েছেন পরিচালক রমি জাফেরি। জাফেরি রিয়ার ভালো বন্ধু এবং তিনি সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করেছেন।

পরিচালকের ভালো বন্ধু ছিলেন সুশান্ত সিং রাজপুতও। সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি জানিয়েছেন যে একমাস জেলে থাকার পর রিয়াকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। ২০২১ সাল থেকে তিনি ফের কাজে ফিরবেন। রুমি জাফেরি জানিয়েছেন, ২০২০ সাল যেখানে সকলের কাছে বাজে একটা দুঃস্বপ্নের মতো, রিয়ার কাছেও ততোধিক খারাপ বছর এটি। তিনি বলেন, 'এই বছরটি ছিল সকলের জন্য কষ্টকর। কিন্তু রিয়ার এই ট্রমা সকলের চেয়ে অ্য পর্যায়ে ছিল। আমরা ভাবতেও পারিনি যে যথেষ্ট স্বচ্ছল মধ্যবিত্ত পরিবারের মেয়ে একমাস জেলে কাটাবেন। যা তার মনোবলকে পুরোপুরি চূর্ণ করেছিল।’ তিনি আরও বলেন, 'আগামী বছরের প্রথম দিকে রিয়া ফের কাজে ফিরবেন। আমি রিয়ার সঙ্গে সম্প্রতি দেখা করেছি। তিনি খুবই শান্ত ছিলেন এবং ওঁর সঙ্গে যা ঘটেছে তার জন্য আমি তাঁকে দোষ দিতে পারি না। একবার ঝড় থেমে গেলে আমি নিশ্চিত রিয়ার অনেক কিছু বলার আছে।’
১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর রিয়া চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় হয়ে ওঠেন, যাঁকে অমানবিক হেনস্থা করা হয়। সুশান্তের পরিবারও তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও টকা আত্মসাতের অভিযোগ আনে। সুশান্তকে মাদক দেওয়ার জন্য এনসিবির হাতে গ্রেফতার হন তিনি। তাঁর ভাই শৌভিক চক্রবর্তীও গ্রেফতার হন এই কাণ্ডে। ৭ অক্টোবর রিয়া জামিন পেয়ে যান মুম্বইয়ের বাইকুল্লা জেলে একমাস মতো থাকার পর। শৌভিক তাঁর গ্রেপ্তারের তিনমাস পর ছাড়া পান।

পরপর করোনার থাবা বলিউডে, এবার কোভিড পজিটিভ 'জিরো’র পরিচালক