সুশান্ত কাণ্ডে রিয়ার কল লিস্টে কোন 'খান' এর নাম? অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ ঘিরে চাঞ্চল্যকর মোড়
রিয়া চক্রবর্তীর ফোন কলে ইতিমধ্যেই 'এইউ' নামটি নিয়ে বহুবার প্রশ্ন উঠতে শুরু করেছে। একটা বড় অংশের দাবি, মহারাষ্ট্রের নামজাদা এক রাজনীতিবিদের নাম ওইভাবে সেভ করে রেখেছিলেন রিয়া। যদিও এই তত্ত্বে এখনও সেভাবে সরকারি শিলমোহর পড়েনি।

এদিকে, রিয়ার সঙ্গে মহেশ ভাটের যোগাযোগ নিয়ে বহুবার বহু খবর উঠতে শুরু করেছে । রিয়ার কল লিস্ট ঘেঁটে দেখা গিয়েছে, ৮ জুন থেকে ১৩ জুনের মধ্যে রিয়ার সঙ্গে মহেশ ভাটের বহুবার ফোনে কথা হয়েছে। উল্লেখ্য, এই ৮ জুনই সুশান্তকে ছেড়ে অভিনেতার বাড়ি থেকে রিয়া চলে যান বলে খবর। আর সেই কারণেই সুশান্তের মৃত্যুতে ক্রমাগত কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠছেন রিয়া। ফোন কল অনুযায়ী, দেখা যাচ্ছে, সুশান্তকে ছাড়লেও, মহেশ ভাটের সঙ্গে রিয়া বেশ যোগাযোগ শুরু করেন। ৮ থেকে ১৩ জুনের মধ্যে রিয়া ও মহেশ ভাটের ১৬ বার ফোনে কথা হয়েছে বলে খবর। একই সঙ্গে মহেশ ভাটকে বহুবার টেক্সটও রিয়া করেন। তবে ইজির সূত্রের খবর বলছে সেই টেক্সট মহেশ ভাট মুছে দেন। এবার প্রশ্ন ওঠে কেন রিয়া এই টেক্সট মুছে দেন? প্রশ্ন উঠছে মুম্বই পুলিশ এই টেক্সটিং নিয়ে কতদূর এগিয়েছিল তদন্তে? মহেশ ভাট, রিয়া চক্রবর্তীর মতো আরও একধিক নাম এই মামলায় উঠে আসতে শুরু করে দিয়েছে।

এদিকে, রিয়ার কল লিস্ট থেকে একাধিক তাবড় বলিউড তারকার নাম উঠতে শুরু করে দিয়েছে। দেখা গিয়েছে, আমির খানের সঙ্গে রিয়ার যোগাযোগ ছিল। রিয়ার কললিস্টেই আমিরের নাম উঠে আসে বলে একটি রিপোর্টে দেখা গিয়েছে। তবে আমির ফোন ওঠাননি বলে খবর। পাল্টা রিয়াকে তিনি টেক্সট করেছিলেন বলে জানা গিয়েছে। কললিস্ট ঘেঁটে দেখা গিয়েছে দক্ষিণী 'বাহুবলী' তারকা রানা দাগ্গুবাটির সঙ্গেও রিয়ার যোগাযোগ ছিল। এই সমস্ত তথ্য উঠতেই একাধিক জল্পনা ডানা মেলতে শুরু করেছে।
৫৫ কোটি টাকা প্রত্যাহার হলেও, সুশান্তের অ্যাকাউন্ট থেকে রিয়ার কাছে অর্থ স্থানান্তর হয়নি, দাবি ইডির