For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবস ২০২১:‌ তেজস, অ্যাটাক সহ একাধিক দেশাত্মবোধক সিনেমা মুক্তি পাচ্ছে এই বছর

প্রজাতন্ত্র দিবস ২০২১:‌ তেজস, অ্যাটাক সহ একাধিক দেশাত্মবোধক সিনেমা মুক্তি পাচ্ছে এই বছর

Google Oneindia Bengali News

বলিউড সিনেমাগুলির গান ও দৃশ্যগুলি একদিকে যেমন মানুষকে বিনোদন দেয় তেমনি দেশাত্মবোধক সিনেমাগুলিও ভারতীয় দর্শকদের মধ্যে দেশভক্তি জাগিয়ে তোলে ভরপুর। প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের সঙ্গে প্রতি বছর দর্শকদের দেশের ইতিহাসের দিকে ফিরে তাকানোর এবং আমাদের বীরদের উদযাপন করার সুযোগ দেওয়া হয়। তবে এ বছর করোনা মহামারির কারণে কোনও ছবি মুক্তি পায়নি ঠিকই, কিন্তু আগামী মাসগুলিতে বেশ কিছু সিনেমা মুক্তি পাওয়ার কথা ঘোষণা করেছেন নির্মাতারা। ২০২১ সালে বেশ কিছু দেশাত্মবোধক ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তেজস

তেজস

দ্য মণিকর্নিকা স্টার কঙ্গনা রানাওয়াত আরও একটি দেশাত্মবোধক ছবি করতে চলেছেন যার নাম '‌তেজস'‌। এই ছবিতে কঙ্গনা ভারতীয় বায়ু সেনার এক মহিলা পাইলটের ভূমিকায় অভিনয় করবেন। ইতিমধ্যেই এই ছবির প্রথম লুক প্রকাশ পেয়েছে। ছবির পোস্টারে দেখা গিয়েছে, কঙ্গনা রানাওয়াতকে খুব গর্বের সঙ্গে বায়ু সেনার পোশাক পরে থাকতে দেখা গিয়েছে। ২০১৬ সালে ভারতীয় বায়ু সেনা মহিলাদের যুদ্ধক্ষেত্রে অন্তভুক্ত করার যুগান্তকারী ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই তেজস সিনমাটি তৈরি হয়েছে।

অ্যাটাক

অ্যাটাক


র, সত্যমেব জয়তে এবং বাটলা হাউসের মতো দেশাত্মবোধক ছবিতে কাজ করার জন্য বেশ জনপ্রিয় জন আব্রাহাম। তাঁকে ফের আরও একবার লক্ষ রাজ আনন্দের পরিচালনায় অ্যাটাক ছবিতে দেখা যাবে। এই ছবিতে জনের বিপরীতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও রাকুল প্রীত। দেশের সঙ্কটজনক সময়কার সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।

সত্যমেব জয়তে ২

সত্যমেব জয়তে ২

২০১৮ সালের '‌সত্যমেব জয়তে'‌ ছবির সিক্যুয়েল '‌সত্যমেব জয়তে ২'‌ ছবিতেও দেখা যাবে জন আব্রাহামকে। নজরদারি কমিটির সদস্য বীরেন্দ্র '‌বীর'‌ রাঠোর, অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ক্রমাগত তাঁর লড়াই চালিয়ে চলেছেন।

শেরশাহ

শেরশাহ

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি অভিনীত '‌শেরশাহ'‌ দর্শকদের পরমবীর চক্র অর্জিত এক সেনা অফিসারের গল্প শোনাবে। যাঁর নাম বিক্রম বাত্রা। বিক্রম বাত্রার অজানা কাহিনী নিয়ে এই ছবি বড় পর্দায় মুক্তি পাবে। কার্গিল যুদ্ধে তাঁর অবদানের সফর দেখানো হবে ছবিতে।

 শ্যাম মানেকশ

শ্যাম মানেকশ

'‌উরি'‌ ছবিতে নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দেখানোর পর আবার ভিকি কৌশল নিজের ম্যাজিকাল অভিনয় দেখাতে আসছেন '‌শ্যাম মানেকশ'‌-তে। ভিকি কৌশলের দু'‌টি বায়োপিক মুক্তি পাবে এই বছর। একটি হল ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ-এর ওপর। মানেকশর নেতৃত্বে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয়ের কাহিনীকে তুলে ধরা হবে। ২০১৯ সালের জুন মাসে এই ছবির প্রথম লুক মুক্তি পায়। কিন্তু আরপর থেকে ছবির নির্মাতারা আর কোনও আপডেট দেয়নি।

ভুজ–দ্য প্রাইড অফ ইন্ডিয়া

ভুজ–দ্য প্রাইড অফ ইন্ডিয়া

অজয় দেবগণ, সঞ্জয় দত্ত এবং সোনাক্ষী সিনহা অভিনীত '‌ভুজ:‌ দ্য প্রাইড অফ ইন্ডিয়া'‌ ২০২১ সালে ওটিটিতে মুক্তি পাবে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের ওপর তৈরি এই ছবি এ বছর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে।

 সর্দার উধম সিং

সর্দার উধম সিং

মানেকশ-এর পর ভিকি কৌশলের পরবর্তী ছবি '‌সর্দার উধম সিং'‌। সুজিত সরকার পরিচালিত এই ছবি সর্দার উধম সিংয়ের জীবনীর ওপর তৈরি হয়েছে। এই ছবিতে এমন এক সাহসী শহিদের গল্প বর্ণনা করা হয়েছে যিনি স্বাধীনতা-পূর্ব ভারতে পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও 'ডোয়ারকে হত্যা করেছিলেন। ১৯১৯ সালে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ গণহত্যায় নিহত নিরীহ লোকদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তাঁর হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরবর্তীতে উধম সিংকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং ১৯৪০ সালের জুলাইয়ে ফাঁসি দেওয়া হয়।

প্রজাতন্ত্র দিবসের দিন অমিতাভ থেকে সোনু সুদ শান্তি ও সমৃদ্ধির শুভেচ্ছা জানালেন দেশবাসীকেপ্রজাতন্ত্র দিবসের দিন অমিতাভ থেকে সোনু সুদ শান্তি ও সমৃদ্ধির শুভেচ্ছা জানালেন দেশবাসীকে

English summary
Patriotic movies with several biopics are going to be released this year,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X