For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব গান্ধীকে ঘিরে 'সেক্রেড গেমস'-বিতর্কে অবস্থান স্পষ্ট করল বিজেপি সরকার

আদালতে মামলা দায়ের হয় নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ' সেক্রেড গেমস' নিয়ে। অভিযোগ এই সিরিজে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা রাজীব গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রে বিজেপি সরকারের আমলে একাধিক ছবির প্রদর্শন ঘিরে বিতর্ক উঠেছিল। অমর্ত্য সেনকে নিয়ে তথ্যচিত্র 'দ্যা আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান'-এ 'গুজরাত' সহ একাধিক শব্দ ব্য়বহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রাথমিকভাবে জারি হয়েছিল সেন্সর বোর্ডের তরফে। এছাড়াও বছরের শুরুতে 'পদ্মাবত' ছবিটি র মুক্তি ঘিরে গেরুয়া শিবিরের বিক্ষোভ ও সেন্সর বোর্ডের পদক্ষে নিয়ে জলঘোলা কম হয়নি। এরপর আদালতে মামলা দায়ের হয় নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ' সেক্রেড গেমস' নিয়ে। অভিযোগ এই সিরিজে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা রাজীব গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে।

রাজীব গান্ধিকে ঘিরে সেক্রেড গেমস-বিতর্কে অবস্থান স্পষ্ট করল বিজেপি সরকার

দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানির চলাকালীন বিতর্কের ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করেছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। আদালতে দায়ের করা এক আবেদনে ওই ওয়েব সিরিজে রাজীব গান্ধীকে উদ্দেশ্য কের যে সমস্ত সংলাপ রয়েছে তা ছেঁটে ফেলার অনুরোধ জানানো হয়। কেন্দ্রের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এবিষয়ে জানিয়ে দেয়, কোনও মতেই ওয়েবসিরিজটির ওই অংশ বা সংলাপ ছেঁটে দেওয়া সম্ভব নয়। কারণ সেটা করা হলে তা বাক স্বাধীনতার মৌলিক অধিকার খণ্ডন করার মতো বিষয় হয়ে উঠবে। যদি ওয়েব সিরিজটির ওই সমস্ত অংশ ছেঁটে ফেলার জন্য নেটফ্লিক্সকে বলা হয়, সেক্ষেত্রে তা সংবিধান বিরোধী কাজ হবে বলেও দাবি করেছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। কারণ সংবিধানের বাক স্বাধীনতাকে দেশের অন্যতম মৌলিক অধিকার হিসাবে বর্ণনা করা হয়েছে।

এর আগে, ১৯ জুলাই নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানায় সিরিজের চতুর্থ পর্বে আপত্তিজনক সংলাপের ' ইংলিশ সাবটাইটেল'- এ পরিবর্তন করা হয়েছে। যদিও পরে দেখা যায় এরকম কোনও পরিবর্তন ওয়েব সিরিজে দেখানো হচ্ছে না। এদিকে, বিশ্বের প্রায় ১৯০ টি ভাষায় এই সিরিজি মুক্তি পেয়েছে বলে পিটিশনে দাবি কার হয়েছে। উল্লেখ্য়, সিরিজে বাবরি মসজিদ, বোফোর্স শাহ বানো কাণ্ড সমেত একাধিক বিতর্কিত বিষয়ের ইঙ্গিত রয়েছে। এই সংলাপ সংক্রান্ত মামলার আগামী শুনানি ২০ ডিসেম্বর।

English summary
The first season of Sacred Games, starring Saif Ali Khan and Nawazuddin Siddiqui, was released on July 6 and was available in 190 countries in four languages.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X