For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে সলমন! ইতিমধ্যেই এই রেকর্ডগুলি করেছে 'সুলতান'

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বুধবার ঈদের আগের দিন মুক্তি পেয়েছে সলমন খানের ছবি 'সুলতান'। আর তথ্য বলছে এদিন দিনের শেষেই ১০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়ে যাবে সিনেমাটি। প্রথম দিনে ৩৬.৫৪ কোটি টাকা রোজগার করার পরে দ্বিতীয় দিনে ৩৭.২০ কোটি টাকা পকেটে ঢুকেছে সুলতানের প্রযোজনকদের। [সলমন ও লুলিয়া তাহলে এইদিনে বিয়ের পিঁড়িতে বসছেন!]

এখনও এদিনের হিসাবের পরে পড়ে রয়েছে শনিবার ও রবিরারে উইকএন্ড। ফলে ঈদের পরবের মধ্যে প্রথম পাঁচদিনে সিনেমাটি অন্তত দেড়শো কোটি টাকার ব্যবসা করতে চলেছে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। [বলিউড তারকাদের বিদেশি প্রেম]

এই সিনেমাটি নিয়ে সলমন প্রেমীদের মধ্যে শুধু নয়, সাধারণ সিনেমাপ্রেমীদের মধ্যেও তুমুল উত্তেজনা ছিল। ফিল্ম সমালোচকরাও সলমনকে বেশ ভালো নম্বর দিয়েছিলেন। ফলে সিনেমা যে মেগা হিট হতে চলেছে তা নিয়ে কারও কোনও সন্দেহ ছিল না। [স্কুল-কলেজের গণ্ডী পেরোননি এই বলিউড তারকারা]

ভারতে ৪৫০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে সলমনের সিনেমা 'সুলতান'। প্রতিবার ঈদে মুক্তি পাওয়া সলমনের সিনেমা যেমন কামাল দেখায় এই সিনেমাটিও তার অন্যথা করেনি। একনজরে দেখে নিন সুলতান সিনেমাটি কী কী রেকর্ড গড়েছে প্রথম দু'দিনে। [সলমন খানকে নিয়ে এই তথ্যগুলি নিশ্চিত আপনার অজানা]

২০১৬-র সবচেয়ে বড় মুক্তি

২০১৬-র সবচেয়ে বড় মুক্তি

এইবছরে সুলতানের চেয়ে বড় মুক্তি আর কোনও সিনেমার হয়নি। প্রথম দিনেই ৩৬.৫৪ কোটি টাকার ব্যবসা করেছে সুলতান।

আগাম বুকিংয়ে সর্বোচ্চ আয়

আগাম বুকিংয়ে সর্বোচ্চ আয়

এই সিনেমাটি মুক্তির আগে অগ্রিম বুকিংয়ে ১৮ কোটি টাকার বেশি রোজগার করেছে যা একটি রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল কিক ও বজরঙ্গী ভাইজান সিনেমার।

ক্রীড়া বিষয়ক ছবি হিসাবে প্রথমদিনে সর্বোচ্চ আয়

ক্রীড়া বিষয়ক ছবি হিসাবে প্রথমদিনে সর্বোচ্চ আয়

ক্রীড়া বিষয়ক ছবি হিসাবে প্রথমদিনে সর্বোচ্চ আয় করেছে সুলতান। এর আগে এই জায়গায় ছিল ভাগ মিলখা ভাগ (৯ কোটি), মেরি কম (৮.৪ কোটি) এর মতো সিনেমা।

বুধবারে সর্বোচ্চ আয়

বুধবারে সর্বোচ্চ আয়

সাধারণত বলিউডে শুক্রবার ছবি মুক্তি পায়। তবে বুধবারে মুক্তি পাওয়া যেকোনও ছবির বিচারে এই ছবি রেকর্ড গড়েছে। এর আগে এই রেকর্ড ছিল 'এক থা টাইগার' সিনেমার। সেটি ৩২.৯২ কোটি টাকার ব্যবসা করেছে।

২০১৬ সালে সিট বুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে

২০১৬ সালে সিট বুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে

প্রথম তিনদিনে সুলতানের সবকটি শো-এ গড়ে ৮০-৯০ শতাংশ প্রেক্ষাগৃহ ভর্তি থাকছে। এটা এই বছরের রেকর্ড। এর পিছনে রয়েছে শাহরুখ খানের ফ্যান ও অক্ষয় কুমারের এয়ারলিফ্ট সিনেমাটি।

সলমনের সেরা রিভিউ

সলমনের সেরা রিভিউ

ফিল্ম সমালোচকদের মতে এই সুলতান সিনেমাই সলমনের সেরা সিনেমা। এই সিনেমায় সবচেয়ে বেশি ও ভালো রিভিউ পেয়েছেন সলমন।

English summary
Records that Salman Khan's 'Sultan' broke on first 2 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X