For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন কারণকে কেন্দ্র করে এদিন মাদককাণ্ডে জামিন পেলেন না আরিয়ান?

  • |
Google Oneindia Bengali News

২ রা অক্টোবর মুম্বইয়ের প্রমোদ তরী থেকে আটক হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এনসিবির তল্লাসি অভিযানে রেভ পার্টি থেকে তিনি ধরা পড়েন। পরে তিনি জানান সেখানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন তিনি। তবে আরিয়ানের আইনজীবীর দাবি, আরিয়ানের কাছ থেকে এমন কিছু পাওয়া যায়নি যার জেরে তাঁকে জামিন দেওয়া হবে না। এদিকে সেই সওয়ালের বিপক্ষে দাঁড়িয়ে এনসিবি একাধিক বার্তা দিয়েছে। এদিন এনসিবির তরফে জানানো হয়েছে , যে আরিয়ান অবৈধ মাদক সংক্রান্ত বিভিন্ন গতিবিধির সঙ্গে যুক্ত। আর এনসিবির এই বক্তব্যকে কেন্দ্র করে এদিন আরিয়ান খানের জামিনের আবূেদন নাকচ করে দেয় বিশেষ আদালত। জানা গিয়েছে, এরপর আদালতের বক্তব্যের প্রেক্ষিতে এই মাদক কাণ্ডে আরিয়ান পক্ষ হাইকোর্টের দ্বারস্থ হবে।

 কোন কারণকে কেন্দ্র করে এদিন মাদককাণ্ডে জামিন পেলেন না আরিয়ান?

২৩ বছরের আরিয়ান ছাড়াও সেদিন একাধিক জন আটক হন । তবে পরে গ্রেফতার হতেই এখনও পর্যন্ত কেউই ধৃতরা জামিন পাননি। এদিন ছিল মামলার শুনানি। তবে এদিনও আরিয়ানদের জামিনের আবেগন খারিজ হয়ে যায়। এনডিপিএস আদাবত এদিন জানিয়েছে, অভিযুক্তদের থেকে এমন কোনও গতিবিধির তথ্য মেলেনি যার বশবর্তী হয়ে বলে দেওয়া যাবে যে ধৃতদের জামিন মঞ্জুর খুবই যুক্তিযুক্ত ঘটনা হবে। এছা়ড়াও অভিযুক্তদের আগের রেকর্ড যা বলছে, তাতে মনে করা হচ্ছে, অভিযুক্তরা যদি ছাড়া পেয়ে যান তাহলে তাঁদের গতিবিধি বিপজ্জনক হতে পারে। আর আদালত তার এই বক্তব্যের নিরিখেই এদিন আরিয়ানকে জেল থেকে জামিন দেয়নি। উল্লেখ্য, গত ২ রা অক্টোবরের ঘটনায় আরিয়ান সহ মোট ৮ জন গ্রেফতার হগন। ২ রা অক্টোবর তাঁরা আটক হওয়ার পর চলে জিজ্ঞাসাবাজ। তারপর তাঁদের ৩ অক্টোবর গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর এথকে মুম্বইয়ের আর্থার রোড জেসে বন্দি রয়েছেন আরিয়ান খান সহ বাকি ৭ জন।

যে মূল কারণের জন্য আরিয়ান জামিন পাননি তা হল তাঁর পুরনো গতিবিধি। জানা গিয়েছে আরিয়ান খানের ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি। সেখানে তাঁর চ্যাট ও হোয়াটস অ্যাপ চ্যাট ঘেঁটে এনসিবি বহু আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িতদের নাম পায়। সেই প্রসঙ্গ তুলে এনসিবি আদালতে জানিয়েছে যে, এক আধ দিন নয়, বরং আরিয়ান বহু বছর ধরে মাদক সেবনে যুক্ত। এরপর আলাদত এদিন জানায়, যে ব্যক্তি নিত্যদিন এই ধরনের কাজ করে থাকেন,তাঁকে মুক্তি দেওয়ার নেপথ্যে সেরকম পোক্ত যুক্তি নেই।

English summary
'Illicit Drug Activities Regularly' is the cause behind Aryan Khan's bail plea rejection.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X