For Quick Alerts
For Daily Alerts
(ছবি) অর্জুন কাপুরের জন্মদিনের পার্টিতে সেলেবসদের হুল্লোড়
বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর পূর্ণ করলেন জীবনের ত্রিশতম বছর। আর সেই উপলক্ষ্যে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলেন তিনি।
এমনিতে অর্জুন কাপুরের সঙ্গে বলিউডে কোনও সেলেবসেরই খারাপ সম্পর্ক নেই। ফলে তাঁর জন্মদিনের পার্টিতে আসার আমন্ত্রণপত্র পেয়ে বহু নামজাদা সেলেবসই হাজির হয়েছিলেন সেখানে।
রণবীর সিং, করণ জোহর, আদিত্য রয় কাপুর, সোনম কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ ছাড়াও পার্টির সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। আসুন নিচের স্লাইডে দেখে নেওয়া যাক অর্জুন কাপুরের জন্মদিনের পার্টির কিছু এক্সক্লুসিভ ছবি।
{photo-feature}