'এত চিৎকার করুন যাতে হাসপাতালের মৃতরা জেগে যান, পুলিশ আসুক', বিতর্কে রণবীরের ভিডিও
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন মুক্তি পেতে চলেছে রণবীর সিং ও আলিয়া ভাটের ছবি 'গলি বয়'। ছবি ঘিরে এই মুহূর্তে প্রচারের ব্যস্ততায় রয়েছেন রণবীর ,আলিয়া দুজনেই। এরই মধ্যে ছবির প্রচারে গিয়ে অবাক কাণ্ড করে বসলেন রণবীর।

একটি সাম্প্রতিক ভিডিও তে দেখা যাচ্ছে রণবীর সিং একটি কনসার্টে গিয়ে তাঁর ছবি 'গালি বয়' এর প্রচারে দর্শকদের সম্বোধন করেন। সেখানে তিনি ঝোঁকের মাথায় বলতে শুরু করেন,'পাশেই জেজে হাসপাতাল রয়েছে, আজ রাতে এত চিৎকার করুণ যে ওখানের মৃতরা যাতে জেগে যায়। ' এরপরই মেজাজ নিয়ে রণবীর বলতে থাকেন, 'বোলে তো পুলিশ আনি মাঙ্গতি হ্যয় ইধর..'। এই ভিডিও ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই রণবীর সিং লেকমে ফ্যাশন উইক-এ যোগ দিয়ে উপস্থিত জনতার ওপর ঝাঁপিয়ে পড়েন। সেই ঘটনায় অনেকেই আহত হয়েছেন। রণবীরের এমন কাণ্ড ঘিরেও সমালোচনা, বিতর্ক কম হয়নি। তারপর আবার এই নয়া বিতর্ক তৈরি হয়েছে ভিডিও ঘিরে।