'তেরি-মেরি' গানের জন্য রানু মণ্ডলের পারিশ্রমিকের অঙ্ক জানেন কত!
কথায় বলে, কোনও ঘটনা যদি ভাগ্যে লেখা থাকে, তাহলে তা ঘটতে বাধ্য। সেই নিয়মেই যেমন দুঃখ আসে, তেমনই আসে সুখ। রানাঘটের রানু মণ্ডলের জীবনের কাহিনিও ঠিক তেমনই। রূপকথা মনে হলেও, তাঁর জীবনের বাস্তবিক ঘটনা রীতিমতো তাক লাগাচ্ছে!

রানাঘাট স্টেশনে তাঁর কণ্ঠে একের পর এক গান কয়েকদিন আগেই ভাইরাল হয়ে যায়। 'এক প্যায়ার নগমা হ্য়ায় ' গান দিয়ে সোশ্যাল মিডিয়ায় যে রানু মণ্ডলের জনপ্রিয়তার সফর। আর সাাম্প্রতিককালে তিনি মুম্বই পাড়ি দিয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার সঙ্গে গেয়েছেন 'তেরি মেরি' গানটি। গানটি গাইতেই রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই অডিও রোকর্ডিং এর ভিডিও। এবার খবর, সেই একটি গান গেয়েই ৬-৭ লাখ টাকা পেয়েছেন রানু মণ্ডল।
View this post on InstagramA post shared by Himesh Reshammiya (@realhimesh) on
উচ্ছ্বসিত রানু মণ্ডল কিছুতেই ওই টাকা হাতে নিচ্ছিলেন না। তবে শেষমেশ জোর করেই রানুর হাতে ওই টাকা তুলে দেওয়া হয় বলে খবর। একটি সূত্রের দাবি, সলমন খানের 'বিগ বস' থেকে ডাক পেয়েছেন রানু। তবে তিনি আদৌ সেখানে যাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়।