সলমনকে টক্কর দিতে গিয়ে রণদীপ কী করে বসলেন! ভিডিও ভাইরাল
২০১৯ সালের খ্রিষ্টমাসেও ফের 'ভাইজান ধামাকা'!আগে কেবল ইদের মরশুমেই ভাইজান 'ভক্তকূলের' মন জয় করে নিতেন। তবে , এবার খ্রিস্টমাসে বলিউড সুলতান আসছেন 'দাবাং' অবতারে। বছরের শেষে ডিসেম্বরেই মুক্তি পেতে চলেছে 'দাবাং ৩'। তবে আপাতত সোশ্যাল মিডিয়ায় খবর দাবাং ঘিরে নয়, বরং সলমনের অপর ছবি 'রাধে' নিয়ে সরগরম নেট দুনিয়া।

প্রভুদেবা পরিচালিত 'রাধে' ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে রণদীপ হুদাকে। আর তার আগে সলমনকে টক্কর দিতে ফের নিজেকে আলাদা করে তৈরি করছেন রণদীপ। 'কিক'এর পর ফের মুখোমুখি হতে চলেছেন রণদীপ -সলমন। আর 'রাধে' ছবিতে সলমনের মুখোমুখি হওয়ার আগে কঠিনতম জিম সেশন শুরু করেছেন রণদীপ। আপাতত তিনি ৬৪০ পাউন্ডের 'ওয়েট' নিয়ে শুরু করেছেন জিমে লেগপ্রেসের কাজ। আর সেই কসরতের ভিডিও তিনি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on InstagramA post shared by Randeep Hooda (@randeephooda) on
প্রভুদেবা পরিচালিত 'রাধে' ছবিতে এক পুলিশের ভূমিকায় অভিনয় করছেন সলমন। আর সেখানেই খলনায়কের ভূমিকায় রয়েছেন রণদীপ হুদা। ২০২০ সালের ইদে মুক্তি পেতে চলেছে রণদীপ-সলমনের 'রাধে'।