শাহরুখকে সরিয়ে ডন- ৩ এবার রণবীরের পকেটে!
শাহরুখ জমানা শেষ। ডন-৩ এবার রণবীর কাপুরের দখলে। শাহরুখের বদলে রণবীরকেই ডন-৩ এ কাস্ট করতে চলেছেন পরিচালক। যদিও এই নিয়ে এখনও সুনিশ্চিত করে কোনও কথা পরিচালক এবং প্রযোজকের তরফে জানানো হয়নি। তবে বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে রণবীর কাপুরের নাম।

শোনা যাচ্ছে ফারহান আখতারের প্রযোজনায় পর পর দুটো ডন ফিল্মেই ছিলেন শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া। তিন নম্বর সিক্যুয়েলে ডন কে হবেন এই নিয়ে জল্পনা চলছিল।
ডন ৩ পরিচালনা করছেন ফারহান আখতার। শাহরুখের সঙ্গে নাকি এই নিয়ে তাঁর কথাও হয়েছিল। কিন্তু জিরো বক্স অফিসে মুখ থুবরে পড়ার পর থেকে শাহরুখ আর কোনও বড় প্রোজেক্ট নিয়ে কথা বলতে চাইছেন না। ডন-৩ কাকে নিয়ে করা হবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস-ই প্রযোজনা করবে ছবিটি। এখন শোনা যাচ্ছে শাহরুখের জায়গায় রণবীর হচ্ছেন জন। নতুন সমীকরণে নায়িকা কে হবেন তা এখনও নিশ্চিত নয়।
তবে রণবীর এখন আলিয়া ভাট এর সঙ্গে ব্রহ্মাস্ত্রর শ্যুটিংয়ে ব্যস্ত। সঞ্জু হিট করার পর থেকে রণবীরের কেরিয়ার সাফল্যের মধ্য গগণে রয়েছে।