• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'১৩ বছর বয়স থেকে কোনওদিনই সিঙ্গল ছিলাম না'! বিতর্কিত প্রেম জীবন নিয়ে রণবীরের ভিডিও বোমা ফাটাল

বলিউডে যে সমস্ত প্রেম কাহিনি প্রচলিত রয়েছে, তারমধ্যে রণবীর কাপুরের প্রেম কাহিনী অন্যতম বিতর্কিত অধ্যায়। একাধিক কানাঘুষোতে শোনা গিয়েছে রণবীর কাপুরের গার্লফ্রেন্ডদের কাহিনি। কখনও অভিনেতা ইমরান খানের স্ত্রী অবন্তিকা, বা কখনও পাকিস্তানি অভিনেত্রী মাহিরার নাম উঠে এসেছে রণবীরের সঙ্গে। এবার রণবীরের প্রেম কাহিনির পুরনো একটি ইন্টারভিউয়ের ভিডিও ভাইরাল হল।

-১৩ বছর বয়স থেকে কোনওদিনই সিঙ্গল ছিলাম না! বিতর্কিত প্রেম জীবন নিয়ে রণবীরের ভিডিও বোমা ফাটাল

রণবীর কাপুর ওই ভিডিওতে জানিয়েছেন, '১৩ বছর বয়সে আমি ক্লাস সেভেনে ছিলাম, তখন থেকে আমি কোনও দিনই সিঙ্গল ছিলাম না। সব সময় কোনও না কোনও সম্পর্কে ছিলাম।.. ' উল্লেখ্য, যখন এই ইন্টারভিউটি হয়েছিল তখন ২০১৬ সাল। সেই সময় সদ্য ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙেছে রণবীরের। তখন রণবীর বলেন, 'এই প্রথম আমি সিঙ্গল রয়েছি। আর ভালোই লাগছে।'

রণবীর কাপুর বেশ কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান' ছবিটি নিয়ে। এরপর যশরাজ গ্রুপের 'শমশেরা' ছবিটিতে শ্যুটিং শেষ করার কথা রয়েছে এই বলিউড তারকার। তবে তার আগে সব কিছু ঠিকঠাক থাকলে , আলিয়া -রণবীরের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসতে পারে বলে খবর।

করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তির খবর দিলেন মুখ্যসচিব

লকডাউনে সলমান 'ব্রেকফাস্টে' ঘাস খেলেন! ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় নেট পাড়া

English summary
Ranbir Kapoor says, He Have Not Been Single Since age of 13
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X