বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর
মুম্বই, ২ মার্চ : দীর্ঘদিনের সম্পর্ক রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের। আপাতত দুজনেই লিভ-ইন সম্পর্কে রয়েছেন। রণবীর-ক্যাটের প্রেমকাহিনী এখন প্রায় সবারই জামা। তবে ক্যাটের সঙ্গে রণবীর কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, সে অপেক্ষায় রয়েছে ভক্তেরা।
পরিচালকের মানা, প্রেমালাপ বন্ধ রণবীর-ক্যাটরিনার, ১৫ লক্ষ টাকা বাড়িভাড়া দিচ্ছেন রণবীর-ক্যাটরিনা?, থাইল্যান্ডে ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন রণবীর-ক্যাটরিনা!
বিয়ে কবে করছেন, কী ই বা পরিকল্পন, এ জাতীয় একাধিক প্রশ্নের মুখে মাঝে মধ্যেই পরতে হয় রণবীর ক্যাটরিনাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই একই প্রশ্নের মুখে পড়েছিলেন রণবীর।

রণবীরের বিয়ে নিয়ে কী চিন্তাভাবনা রয়েছে, এই প্রশ্নের উত্তরে জুনিয়র কাপুর বলেন, "এখনও বিয়ে নিয়ে কোনও চিন্তাভাবনা করিনি। আমি বিশ্বাস করি বিয়ে সবসময় সাংগঠনিকভাবে হওয়া উচিত।"
এর পাশাপাশি তিনি বলেন, "আমি এমন মানুষ নই, যে বলব আমার ৩২ বছর হয়ে গিয়েছে অতএব বিয়ে করে নিই। বা হাত থেকে সময় বেরিয়ে যাচ্ছে তাই আমার বিয়ে করে নেওয়া উচিত। আমার বর্তমান জীবন নিয়ে আমি যথেষ্ট খুশি। যখন আমার মনে হবে এবার সন্তান চাই বা আমার বান্ধবী ও আমি ঠিক করব এবার বিয়ের সময় এসেছে, তখন বিয়ে করে নেব।"
যদিও সূত্রের খবর, ক্যাটরিনা ও রণবীর একে অপরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছে। খুব শীঘ্রই ক্যাট-রণবীরের বিয়ের সংবাদ শিরোনামে আসতে চলেছে।