সব বাধা পেরিয়ে দর্শকের পছন্দের তালিকায় রামলীলা, ২ দিনে ব্যবসা ৩৩ কোটি

সেন্সর বোর্ডের কাঁচির ধার,নামবিভ্রাট,ছবির মুক্তির উপর আদালতের স্থগিতাদেশ এসব দিয়ে আটকানো যাচ্ছে না সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি 'গলিয়োঁ কি রাসলীলা রাম লীলা'কে। যে হারে তড়তড়িয়ে এগোচ্ছে তাতে ১০০ কোটি ব্যবসা করা ছবিগুলির তালিকায় অতি শীঘ্রই জায়গা করে নিতে পারে বা বলা ভাল জায়গা করে নেবে নতুন এই প্রেমের ছবি।
শেক্সপীয়ারের রোমিও-জুলিয়েট দ্বারা অনুপ্রাণিত এই ছবি গত শুক্রবারই মুক্তি পেয়েছে। যদিও দিল্লি হাই কোর্টের স্থগিতাদেশের জেরে এক সপ্তাহ পরে মুক্তি পেল এই ছবি। তবে তাতে খুব একটা যে ক্ষতি হয়েছে তা তো নয়ই বরং লক্ষ্মীলাভের অঙ্কটা বেশ মোটাসোটাই। শুক্র ও শনি এই দু'দিনে ৩৩ কোটি টাকার ব্যবসা করেছে রামলীলা থুড়ি 'গলিয়োঁ কি রাসলীলা রাম লীলা'। সচিনের মহাপ্রস্থানও দর্শকের লীলখেলায় ভাটা আনতে পারেনি।
ইতিমধ্যেই শীর্ষ তালিকায় ঢুকে পড়েছে এই ছবি। প্রথম দিনের ব্যবসার ভিত্তিতে ২০১৩ সালের শ্রেষ্ঠ দশ মুক্তিপ্রাপ্তছবির তালিকায় পাঁচ নম্বরে এবং বলিউডের সেরা ২৫ তালিকায় ১০ নম্বরে জায়গা করে নিয়েছে দীপিকা-রণবীর সিং অভিনীত এই ছবি।
এই ছবির প্রাণ যে দীপিকা পাড়ুকোন তা অস্বীকারের কোনও জায়গাই নেই। চশমিশ নয়না হোক বা দক্ষিণ ভারতীয় মীনাম্মা। উদ্দম জীবনযাত্রায় বিশ্বাসী ভোরোনিকা হোক বা গুজরাতী মেয়ে লীলা। সবধরণের চরিত্রেই দর্শকের কাছে বিশ্বাসযোগ্য দীপিকা। ছবি ব্লকবাস্টারের ক্ষেত্রে দীপিকা এবার হ্যাট্রিক দিতে চলেছে। আর তাই তো পরিচালকদের নজরে দীপিকা এখন লাকি চার্ম হয়ে উঠছেন ক্রমশ।
এই ছবিতে দীপাকির বিপরীতে অভিনয় করেছেন রণবীর সিং। শুধু দর্শকের প্রশংসাই নয় দীপিকা ও রণবীরের অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও।