নিজের বায়োপিকে নগ্ন দৃশ্যে ধরা দিতে চলেছেন রামগোপাল বর্মা!
একটি ছবি নয়। তাঁর জীবন নিয়ে পর পর তিনটি পার্টে ছবি আসতে চলেছে বলিউডে। রাম গোপাল বর্মার বিতর্কিত জীবন নিয়ে এবার বলিউড মেতে উঠতে চলেছে। বায়োপিকে ভিড়ে ঠাসা এই ফিল্ম ইন্ডাস্ট্রি এবার রাম গোপাল বর্মার বিয়োপিক নিয়ে আসছে।

জানা গিয়েছে, ছবির প্রয়োজনে একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করতে দেখা যাবে রামগোপাল বর্মাকে। ছবিতে নিজের ভূমিকাতে নিজেই অভিনয় করবেন রামগোপাল। তিনি জানিয়েছেন, ছবিতে গল্প বলার সূত্রধর হিসাবে তিনি নগ্ন হয়ে দৃশ্যে ধরা দেবেন।
উল্লেখ্য, ছবিটিতে একাধিক বিতর্কিত বিষয় উঠতে চলেছে। রামগোপালের জীবনে মহিলাদের আনাগোনা। তাঁর মহিলা বান্ধবীদের নিয়ে তাঁর পরিবারের পরিস্থিতি সমস্ত কিছুই তুলে ধরা হবে। এমনকি ২০০৮ সালে মুম্বই হামলার সময় তাঁরা র্কস্নাত তাজ হোটেলে যাওয়ার বিতর্কিত ঘটনা নিয়েও বার্তা তুলে ধরবে ছবিটি। 'বুমাকু ক্রিয়েশন'প্রযোজিত ছবিটি 'গানস অ্যান্ড থাইস' গল্পের আধারে নির্মিত হচ্ছে।

বেঙ্গালুরু ও মুম্বইয়ে তিনটে বড় মাদক চক্র ফাঁস, নাম জড়াল এক অভিনেতার