বিশ্বের পঞ্চম বৃহত্তম হীরে তমন্নাকে পাঠালেন এক মহিলা! উঠে এলো কোন সেলেব-কন্যার নাম
ফের একবার খবরে দক্ষিণী তারকা তমন্না ভাটিয়া। 'বাহুবলী' ছবিতে তাঁর অসামান্য পারফরম্যান্সের জেরে আগেই তিনি দর্শক মন জয় করেছেন। এবার , 'বাহুবলী'র পর 'সি রা রসিমহা রেড্ডি' ছবিতে অভিনয়ের জন্য এবার ফের চর্চিত হচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী।

'সি রা নরসিমহা রেড্ডি' ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তামান্না ভাটিয়াকে বিশ্বের পঞ্চম সর্ববৃহৎ হীরে উপহার দিয়েছেন অভিনেতা রামচরণ তেজার স্ত্রী উপাসনা। প্রসঙ্গত, অ্যাপোলো হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির নাতনি উপাসনা। তবে, তাঁর আরও এক পরিচিত রামচরণের স্ত্রী হিসাবে। আর 'সি রা নরসিমহা রেড্ডি'তে রামচরণের সঙ্গে তমন্নার অভিনয় বেশ সামদ্রিত হয়েছে।
A gift for the super @tamannaahspeaks
— Upasana Konidela (@upasanakonidela) October 3, 2019
from Mrs Producer 😉❤️🥳
Missing u already. Catch up soon. #SyeraaNarashimaReddy pic.twitter.com/rmVmdwWNAd
[ কলকাতার দুর্গাপুজোর অনুষ্ঠানে কেন যোগ দিলেন না গুরুদাস মান! উঠছে ধর্মীয় কারণ ]
'সি রা নরসিমহা রেড্ডি' ছবিটির প্রযোজক রামচরণ । যে ছবিতে অভিনয় করেছেন দক্ষিণের অন্যতম মেগাস্টার চিরঞ্জিবী । চিরঞ্জিবী-পুত্র রামচরণের ছবি 'সি রা নরসিমহা রেড্ডি' র হাত ধরে দক্ষিমী ছবিতে অভিষেক হয় অমিতাব বচ্চনেরও। সবমিলিয়ে 'সি রা নরসিমহা রেড্ডি' ঘিরে ক্রমেই পারদ চড়ছে।
[ মুখার্জি বাড়িতে অজয়ের জামাই আদর থেকে কাজল-রানিদের সিঁদুর খেলা! দেখুন পুজোর অ্যালবাম ]