For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সরকার চাইছে সকলের এইডস হোক', হঠাৎ বিস্ফোরক রাখী, কারণ জানলে অবাক হবেন

রাখীর কথায়, 'কন্ডোমের বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে ভারতে সকলের এইডস হয়ে যাবে। বাচ্চারা রাতে শুয়ে পড়বে। ওরা জানবে না এর ব্যবহার কী। আর সরকার চাইছে ভারতে সকলের এইডস হোক।

  • |
Google Oneindia Bengali News

কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে বেশ কয়েকদিন হল জোর চর্চা চলছে। কেন্দ্র নিয়ম করে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কন্ডোমের বিজ্ঞাপন দেখানো যাবে না বলে নিয়ম করে দিয়েছে। এতদিন সানি লিওন ও বিপাশা বসুর কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে হইচই হয়েছে। এবার সেপথে হেঁটে রাখী সাওয়ন্তের কন্ডোমের বিজ্ঞাপনও বাজার কাঁপাতে আসছে। তবে তার আগেই সরকারি নির্দেশ বলবৎ হওয়ায় রেগে কাঁই রাখী। এই বিতর্কে মুখ খুলে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ফের নতুন বিতর্ক তৈরি করলেন তিনি।

'সরকার চাইছে সকলের এইডস হোক', হঠাৎ বিস্ফোরক রাখী

রাখী বলেছেন, 'কন্ডোমের বিজ্ঞাপন যত বেশি সম্ভব হওয়া উচিত। তাহলেই লোকে জানবে এইডস থেকে বাঁচতে সুরক্ষিত যৌনজীবন কীভাবে করতে হবে। আর এর বিজ্ঞাপন করে আমি একটি সামাজিক সেবা করছি।'

ড্রামা কুইনের বক্তব্য, 'সানি লিওনের বিজ্ঞাপন চলেছে, সরকার কিছু বলেনি। বিপাশা বসুর বিজ্ঞাপন চলেছে তা বন্ধ করা হয়নি। এবার রাখী সাওয়ন্তের বিজ্ঞাপন আসতেই সকলে ভয় পেয়ে গিয়েছে। এত সমস্যা হয়েছে যে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কন্ডোমের বিজ্ঞাপন দেওয়া যাবে না বলে জানিয়েছে।'

রাখীর কথায়, 'কন্ডোমের বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে ভারতে সকলের এইডস হয়ে যাবে। বাচ্চারা রাতে শুয়ে পড়বে। ওরা জানবে না এর ব্যবহার কী? আর সরকার চাইছে ভারতে সকলের এইডস হোক। আর যদি তা অশ্লীল মনে হয় তাহলে তা সেন্সর করা উচিত, বন্ধ নয়।'

English summary
Rakhi Sawant on condom ad ban; says government wants every Indian to contract AIDS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X