For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ, এনপিআরের সমর্থনের রজনীকান্ত, কী বললেন থালাইভা

সিএএ, এনপিআরের সমর্থনের রজনীকান্ত, কী বললেন থালাইভা

Google Oneindia Bengali News

সিএএ নিয়ে অন্য সুর শোনা গেল রজনীকান্তের কণ্ঠে। দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত জানিেয়ছেন সিএএ-তে কোনও ক্ষতি হবে না মুসলিমদের। এনপিআরও দেশের পক্ষে অত্যন্ত জরুরি। রজনীকান্তই এই প্রথম তামিলনাড়ুতে সিএএ-র পক্ষে কথা বললেন।

সিএএ-র সমর্থনে রজনীকান্ত

সিএএ-র সমর্থনে রজনীকান্ত

শুধু সিলভার স্ক্রিেনই নয়, জনমত তৈরির করারও ক্ষমতা রাখেন তিনি। এতটাই প্রভাবশালী দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। তামিলনাড়ু জুড়ে যখন সিএএ বিরোধী আন্দোলন চলছে। ডিএমকে-র সঙ্গে সিএএ বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন আরেক তামিল সুপারস্টার কমল হাসানও। ঠিক সেই সময় সিএএ এবং এনপিআরের সমর্থনে মত প্রকাশ করলেন থ্যালাইভা রজনীকান্ত।

মুসলিমদের ক্ষতি হবে না সিএএ

মুসলিমদের ক্ষতি হবে না সিএএ

থ্যালাইভা রজনীকান্ত বলেছেন সিএএ কার্যকর হলে মুসলিমদের কোনও ক্ষতি হবে না। যাঁরা দেশ ভাগের সময় যে মুসলিমরা ভারতে থেকে গিয়েছিলেন কীকরে তাঁদের দেশ থেকে বের করতে পারবে সরকার। তাই তিনি ছাত্রদের অনুরোধ করেছেন সিএএ নিয়ে কোনও রকম আন্দোলনে নামার আগে এটা নিয়ে নিজেদের অধ্যাপকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই যেন সিদ্ধান্ত নেন।

সিএএ বিরোধী হিংসাত্মক আন্দোলন নিয়ে উদ্বেগ

সিএএ বিরোধী হিংসাত্মক আন্দোলন নিয়ে উদ্বেগ

এর আগে ডিসেম্বরে সিএএ বিরোধী আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রজনীকান্ত। তিনি বলেছিলেন হিংসা কোনও সমস্যার সমাধান নয়। সামনের বছরই তামিলনাড়ুতে বিধানসভা ভোট। তার আগে রজনীকান্তের সিএএ-র সমর্থনে এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ রাজনীতিতে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন রজনীকান্ত। তবে তিনি কোনও দলে যোগ দেবেন, না নিজের দল তৈরি করবেন এই নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেননি।

দিল্লি পুলিশকে ব্যবহার করছে বিজেপি! শাহিনবাগ গুলিচালনার ঘটনায় পাল্টা তোপ কেজরিওয়ালেরদিল্লি পুলিশকে ব্যবহার করছে বিজেপি! শাহিনবাগ গুলিচালনার ঘটনায় পাল্টা তোপ কেজরিওয়ালের

English summary
Rajnikanth support caa, NPR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X