For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত থেকে 'নিউটন' যাচ্ছে অস্কারে, আশাবাদী গোটা দেশ

'নিউটন ২০১৮ সালের অস্কারে ভারতের তরফে পাঠানো হল 'অফিশিয়াল এন্ট্রি' হিসাবে।

  • |
Google Oneindia Bengali News

ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরই তা সাড়া ফেলেছিল চলচ্চিত্র প্রেমীদের মধ্য়ে। এবার পরিচালক অমিত মাসুরকারের ছবি 'নিউটন'-এর সামনে আরেক সাফল্যের হাতছানি। এই ছবিই ২০১৮ সালের অস্কারে ভারতের তরফে পাঠানো হল 'অফিশিয়াল এন্ট্রি' হিসাবে।

ভারত থেকে 'নিউটন' যাচ্ছে অস্কারে, আশাবাদী গোটা দেশ

ভারতের ফিল্ম ফেডারেশনের তরফে অস্কারে নিউটনের এন্ট্রি-র কথা আজ ঘোষণা করা হয়। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও। রাজকুমার ছাড়াও ছবিতে রয়েছেন রঘুবীর যাদব, অঞ্জলি পাতিল।

তেলুগু প্রযোজক সিভি রেড্ডির নেতৃত্বাধীন এফএফআই এই ছবি নিয়ে বেশ আশাবাদী। ফেডারেশনের তরফে জানানো হয় ২৬ টি এন্ট্রির মধ্যে বেছে নেওয়া হয়েছে নিউটন ছবিটিকে। এদিকে, তাঁর ছবি 'নিউটন' অস্কারে যাচ্ছে শুনে স্বভাবতই খুশি রাজকুমার যাদব।

ছবির গল্প আবর্তিত হয়েছে এক নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে। এক সৎ নির্বাচনী আধিকারিকের কাহিনি এই ছবিতে ধরা পড়েছে। নির্বাচনী আধিকারিকের ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকার প্রেক্ষাপটে এই ছবি এক রাজনৈতিক চেতনার গল্প বলেছে।
তবে, আপাতত ছবির সাফল্য কামনায় ব্যাস্ত পরিচালক অমিত মাসুরকার সহ গোটা টিম।

English summary
The Film Federation of India announced on Friday announced Director Amit Masurkar's political satire "Newton", starring Rajkummar Rao in the lead role, will be India's official entry at Oscars 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X