For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছিয়ে গেল 'ওমের্তা' ছবির রিলিজ ডেট, কোন ঘটনার জেরে এমন হল জানেন

পিছিয়ে গেল রাজকুমার রাও অভিনীত ছবি 'ওমের্তা'-র মুক্তির দিন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও এমাসের ২০ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির।

  • |
Google Oneindia Bengali News

পিছিয়ে গেল রাজকুমার রাও অভিনীত ছবি 'ওমের্তা'-র মুক্তির দিন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও এমাসের ২০ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তবে সেন্সরের গেরোতে পড়ে, পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। বলিউড সহ এদেশের একাধিক ছবির মতই বিপাকে পড়েছে 'ওমের্তা'।

পিছিয়ে গেল ওমের্তা ছবির রিলিজ ডেট, কোন ঘটনার জেরে এমন হল জানেন

[আরও পড়ুন:ঋদ্ধি নয় জাতীয় পুরস্কার পাওয়া উচিত রাজকুমারের! এমন দাবি কার][আরও পড়ুন:ঋদ্ধি নয় জাতীয় পুরস্কার পাওয়া উচিত রাজকুমারের! এমন দাবি কার]

ছবির পরিচালক হনসল মেহতা জানিয়েছেন আগামী ৪ ঠা মে ছবিটি মুক্তি পেতে চলেছে। 'ওমের্তা' ফিল্মটি মূলত একজন জঙ্গির জীবনের ওপর আধারিত। আর সেই ছবির সংলাপে কিছু কড়া কথাবার্তা রয়েছে। যে সংলাপ ঘিরে আপত্তি তুলেছিল সোন্সর বোর্ড। কেয়কটি দৃশ্য ছেঁটে ফেলার জন্যও বলা হয়েছিল পরিচালককে। কিন্তু ফিল্মের স্বার্থের সঙ্গে কোনও রকম আপোশে না যেতে চাননি হনসল মেহতা। উল্লেখ্য, এই একই রকমের সমস্যায় পড়ে বাংলা ছবি 'পিউপা'-ও। আর তার জেরে পিছোয় ওই ছবিটির মুক্তিও।

[আরও পড়ুন:ছেলে বরুণকে নয় রাজকুমারকে নিয়ে ফিল্ম তৈরি করতে চান ডেভিড ধওয়ান! কেন এমন জানেন][আরও পড়ুন:ছেলে বরুণকে নয় রাজকুমারকে নিয়ে ফিল্ম তৈরি করতে চান ডেভিড ধওয়ান! কেন এমন জানেন]

শেষনেশ অনেক টালবাহানার পর মুক্তি পাচ্ছে 'ওমের্তা'। রাজকুমার রাও অভিনীত এই ছবিটি ঘিরে ইতিমধ্যেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে বেশ কৌতূহল রয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে রাজকুমার জানিয়েছেন এই জঙ্গি আহমেদ ওমর সইদ শেখের চরিত্রে অভিনয় করার আগে প্রচুর হোমওয়ার্ক করতে হয়েছে তাঁকে। নিজের লুকে পরিবর্তন আনতে , আগেই তিনি দাড়ি রাখতে শুরু করে দেন। পাশাপাশি শারীরিক করসৎ করে বানিয়ে ফেলেন মাসেল। বেশ কিছুদিন ওমরের চরিত্রকে বুঝতে তিনি ছিলেন লন্ডনে। কারণ ওমর লন্ডনেই বড় হয়ছিল।

English summary
Rajkummar Rao's Omerta POSTPONED; gets a new release date.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X