For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) অভিনেতা গুণী হলে, স্বজনপোষণ তাও মানা যায় : রাজকুমার রাও

জাতীয় পুরস্কার থেকে ফিল্মফেয়ার কোনও সম্মানের স্বাদ থেকেই তিনি বিচ্যুত থাকেননি। তবে রাজকুমারের কাছে এসব সবেমাত্র 'কলির সন্ধ্যে'। নিজের কেরিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কী বলছেন রাজকুমার একজনজরে দেখে

  • |
Google Oneindia Bengali News

কিছুদিন আগে মুক্তি পাওয়া 'ট্র্যাপড ' ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য বহু চলচ্চিত্র সমালোচকের প্রশংসা কুড়িয়েছেন রাজ কুমার রাও। নিজের অভিনয় দক্ষতার প্রমাণ একের পর এক ছবিতে দিয়ে চলেছেন তিনি।

২০১০ সালে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবি 'লাভ সেক্স অওর ধোকা' ছবি দিয়ে তাঁর বলিউডে অভিষেক। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি রাজকুমারকে। জাতীয় পুরস্কার থেকে ফিল্মফেয়ার কোনও সম্মানের স্বাদ থেকেই তিনি বিচ্যুত থাকেননি। তবে রাজকুমারের কাছে এসব সবেমাত্র 'কলির সন্ধ্যে'। নিজের কেরিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কী বলছেন রাজকুমার একজনজরে দেখে নেওয়া যাক।

অভিনয় ও রাজকুমার রাও

অভিনয় ও রাজকুমার রাও

বলিউডে পা রাখার কয়েকদিনের মধ্যেই তিনি যে পরিমাণ খ্যাতি পেয়েছেন তা নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজকুমার বলেন " এটা সবেমাত্র শুরু। আমারা মনে হয়, আমি যা চাই তা পাওয়া এখনও বাকি রয়েছে। তাছাড়া আমি নিজেকে অভিনেতা হিসাবে আরও আবিষ্কার করতে চাই।"

২০১৭ সালের পরিকল্পনা

২০১৭ সালের পরিকল্পনা

২০১৭ সাল কি তাহলে বলিউডে 'তাঁর বছর' হিসাবে পরিগণিত হবে ? এ প্রশ্নের উত্তরে রাজকুমার একগাল হেসে জানান, এবছর তিনি একসঙ্গে ৫ টি ছবি করছেন। তবে এটিকে তিনি 'কাকতালীয়' ঘটনা বলে মনে করছেন।

 স্ক্রিপ্ট না পরিচালক কে বেশি গুরুত্বপূর্ণ?

স্ক্রিপ্ট না পরিচালক কে বেশি গুরুত্বপূর্ণ?

স্ক্রিপ্ট আর পরিচালকের মধ্যে থেকে রাজকুমার কাকে বেশি গুরুত্ব দেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ,ছবি বেছে নেওয়ার সময়, তিনি আগে গল্প নিয়ে বিবেচনা করেন। ছবির গল্প যদি পছন্দ হয়, তাহলে তিনি ছবি করার বিষয়ে উদ্যোগি হন। তারপর তিনি দেখেন পরিচালক ও ছবিতে তাঁর চরিত্র।

কী করে 'ট্র্যাপড' হলেন রাজকুমার রাও?

কী করে 'ট্র্যাপড' হলেন রাজকুমার রাও?

ট্র্যাপড ছবির গল্প বিশেষভাবে পছন্দ হয় রাজকুমারের। অন্য একটি ছবির স্ক্রিনিং এর সময় পরিচালক বিক্রমাদিত্য মোতয়ানে রাজকুমারেক এই ছবির সম্পর্কে বলেন। তখনই তাঁর চিত্রনাট্য পছন্দ হয়ে য়ায় বলেন জানান, রাজকুমার।

শ্যুটিং এর চ্যালেঞ্জ

শ্যুটিং এর চ্যালেঞ্জ

রাজকুমার জানিয়েছেন, 'ট্র্যাপড' ছবিতে অভিনয় করা মোটেও সহজ ছিলনা তাঁর পক্ষে। ছবিতে সত্যিটা ফুটিয়ে তুলতে , ট্র্যাপড ছবির শৌর্যর চরিত্রের মতো, তিনি নিজেও একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন। যাতে তাঁর অভিনয়ে সত্যিটা তুলে ধরা যায়।

বলিউডে স্বজনপোষণ

বলিউডে স্বজনপোষণ

বলিউডে স্বজনপোষণ নিয়ে রাজকুমারের মন্তব্য,"বলিউড তারকাদের ছেলে মেয়েদের ছবিতে কাজ করাকে আমি সমর্থন করি, যদি তাঁরা দক্ষ অভিনেতা হন তাহলেই। যে তারকা পুত্রকন্যাদের অভিনয় ক্ষমতা নেই কিন্তু দর্শকদের সেই সমস্ত অভিনেতাদের ছবি সহ্য করতে হয়, তাঁদের নিয়েই সমস্যা । তবে এখন আমাদের দর্শকরা গুণী অভিনেতাদের বেছে নিতে শুরু করেছেন। গুণীদের অভিনয় তাঁরা পছন্দ করছেন। আমি আলিয়া ও রনবীর কাপুরের বড় ভক্ত।"

বক্স অফিস নম্বর কতটা গুরুত্বের ?

বক্স অফিস নম্বর কতটা গুরুত্বের ?

রাজকুমারের মতে, বক্স অফিস নম্বর খুব প্রয়োজনীয়। কারণ একটি ফিল্মের লোকশান মুনাফা নির্ভর করে বক্স অফিসের ওপরেই।

অভিনেতা হিসাবে চাপ সহ্য করেন কতটা ?

অভিনেতা হিসাবে চাপ সহ্য করেন কতটা ?

চাপ নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নন অভিনেতা রাজকুমার যাদব। তিনি জানিয়েছেন , তিনি কাজ করেন, তারপর যা হয় সেটা পরের ব্যাপার। কিন্তু কাজের মধ্যে চাপের প্রভাব তিনি পড়তে দেননা।

সমালোচকদের নিয়ে কী মত রাজকুমারের ?

সমালোচকদের নিয়ে কী মত রাজকুমারের ?

তাঁরসমালোচক সম্পর্কে বলতে গিয়ে রাজকুমার জানান, " আমি নিজেই আমার সবচেয়ে বড় সমালোচক। সমালোচনা আমাকে উন্নতি করতে সাহায্য করে বলে , আমি আমার সমালোচনা ভালোবাসি। "

English summary
There is something about Rajkummar Rao that leaves you awestruck each time he weaves magic on the silver screen. His remarkable rise in the Hindi film industry over the years as a National Award winning actor has been truly inspiring for many out there.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X