For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থালাইভা-জ্বর! রজনীকান্তের ছবি মুক্তির দিন কর্মীদের ছুটি দিচ্ছে এই তথ্য প্রযুক্তি সংস্থা

আগামী ৭ জুন মুক্তি পেতে চলেছে রজনীকান্ত অভিনীত ছবি 'কালা'। ইতিমধ্যেই ছবি ঘিরে চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ।

  • |
Google Oneindia Bengali News

আগামী ৭ জুন মুক্তি পেতে চলেছে রজনীকান্ত অভিনীত ছবি 'কালা'। ইতিমধ্যেই ছবি ঘিরে চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। ক্ষিণ ভারতে একেরপর এক জায়গায় ইতিমধ্যেই রজনীর কাটআউট বসেত শুরু করেছে প্রেক্ষাগৃহের সামনে। কারণ এই শুক্রবার ৭ জুন থিয়েটারে আসছেন 'থালাইভা' রজনীকান্ত।

থালাইভা-জ্বর! রজনীকান্তের ছবি মুক্তির দিন কর্মীদের ছুটি দিচ্ছে এই তথ্য প্রযুক্তি সংস্থা

থালাইভা-জ্বরে কাবু গোটা দক্ষিণ ভারত। 'কালা' ছবির টিকিট ইতিমধ্যেই অগ্রিম বুকিং এ বিক্রি হয়ে গিয়েছে। অনেক রজনী-ভক্তই শুক্রবার ছবিটি দেখবেন বলে ইতিমধ্যেই ছুটি নিয়েছেন অফিসে। তবে টেলিয়াস টেকনোলজি নামের একটি তথ্য প্রযুক্তি সংস্থা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে, ৭ জন তারা কর্মীদের ছুটি দিতে চলেছেন। সংস্থার তরফে ইতিমধ্যেই ৭ জুনের ছুটি ঘোষিত হয়ে গিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, রজনীকান্তের প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ নিয়েছে তারা।

'কালা' ছবিটি ধারাভির গ্যাংস্টার থিরাভিয়াম নাদারের জীবনী নিয়ে তৈরি। শোনা যায়,থিরাভিয়াম মুম্বইয়ে বসবাসকারী তামিলদের জন্য লড়াই করেছিলেন। তাঁদের কাছে থিরাভিয়াম ছিলেন 'গুড়ওয়ালা সেঠ' বা ' কালা সেঠ'। সেই থেকেই এই ছবির নাম 'কালা' , রজনী ছবিতে কালা কারিকলনের ভূমিকায় থাকছেন। ১৯৫৭ সালে মুম্বইয়ে রুটি-রুজির খোঁজে আসেন থিরাভিয়াম। ধীরে ধীরে তিনি এলাকার মানুষের চোখে নায়ক হয়ে ওঠেন। প্রসঙ্গত, হাজি মস্তানের খুবই কাছের লোক ছিলেন এই থিরাভিয়াম। এবার সেই থিরাভিয়ামের চরিত্রেই দক্ষিণী তারকা রজনীকান্ত।

English summary
Rajinikanth’s Kaala craze is so huge that an IT company has declared a holiday on June 7.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X