For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌হাসির রসদ জুগিয়ে চোখের জলে বিদায় কমেডিয়ান বিবেকের, শোকস্তব্ধ দক্ষিণী তারকা মহল

‌হাসির রসদ জুগিয়ে চোখের জলে বিদায় কমেডিয়ান বিবেকের, শোকস্তব্ধ দক্ষিণী তারকা মহল

Google Oneindia Bengali News

প্রয়াত ‌জনপ্রিয় তামিল অভিনেতা ও কমেডিয়ান বিবেক। শনিবার সকালে মারা যান ৫৯ বছরের এই অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শুক্রবার তাঁকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। তামুল সিনেমার অত্যন্ত প্রিয় এক কমেডিয়ানের চিকিৎসা চলছিল বডাপালানির এসআইএমএস হাসপাতালে। শুক্রবার সকালে তিনি আচমকাই অচৈতন্য হয়ে পড়ায় তাঁর পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। শনিবার সকালে তাঁর মৃত্যু সংবাদ শোনার পর স্তব্ধ হয়ে যায় দক্ষিণ ভারতের ফিল্ম ও মিউজিক ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শোকজ্ঞাপন করে ইন্ড্রাস্ট্রির সকলে পোস্ট করেন।

রজনীকান্তের শোকজ্ঞাপন

রজনীকান্তের শোকজ্ঞাপন

সুপারস্টার রজনীকান্ত, যিনি ২০০৭ সালে হিট ছবি শিবাজী এবং উঝহাইপালিতে বিবেকের সহ-অভিনেতা ছিলেন, তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ রজনীকান্ত। তিনি লিখেছেন, '‌চিন্নাকালাইভানার, সমাজ সেবী এবং আমার প্রিয় ঘনিষ্ঠ বন্ধু বিবেকের মৃত্যু খুব বেদনাদায়ক। শিবাজির শুটিংয়ের সময় আমরা প্রত্যেকদিন একসঙ্গে সময় কাটিয়েছি, সেই দিনগুলি ভোলার নয়। শোকাহত পরিবারের জন্য আমার সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করছি।'‌

কমল হাজানের পোস্ট

কমল হাজানের পোস্ট

অভিনেতা-রাজনৈতিকবিদ কমল হাসানের সঙ্গে তাঁর আসন্ন ছবি ইন্ডিয়ান ২-তে অভিনয় করেছেন বিবেক। কমল হাজান টুইটে লেখেন, '‌অভিনয় করেই এক অভিনেতার দায়িত্ব শেষ হয় না, বন্ধু বিবেক বিশ্বাস করতেন যে সমাজের জন্য তাঁকে কিছু করতে হবে এবং তিনি সেটাই করতেন। বিবেক বিশ্বাসী ছিলেন এপিজে আব্দুল কালামের উচ্চ চিন্তাধারায় এবং পৃথিবীকে সবুজ রাখতে তিনি উদ্যোগী ছিলেন। তাঁর মৃত্যু বড় ক্ষতি করে দিয়ে গেল।'‌

এ আর রহমানের শোক

এ আর রহমানের শোক

অস্কার জয়ী এ আর রহমানও বিবেকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। বিবেক অভিনীত বহু ছবিতে এ আর রহমান সুর দিয়েছেন। তিনি লেখেন, '‌আমি বিশ্বাস করতে পারছি না তুমি আর নেই..তোমার আত্মা শান্তি পাক..দশকের পর দশক তুমি আমাদের বিনোদন দিয়েছ। আমাদের মধ্যেই তুমি চিরদিন থেকে যাবে।'‌

প্রকাশ রাজের শোকপ্রকাশ

প্রকাশ রাজের শোকপ্রকাশ

জনপ্রিয় দক্ষিণী তারকা প্রকাশ রাজ গভীরভাবে শোকাচ্ছন্ন বিবেকের এই আকস্মিক মৃত্যুতে। তিনি লেখেন, '‌বিবেক, খুব তাড়াতাড়ি চলে গেলে তুমি বন্ধু, চিন্তা ও গাছ রোপণ করার জন্য তোমায় ধন্যবাদ, তোমার হাস্যরস ও মজার মাধ্যমে আমাদের বিনোদন ও শক্তি যোগানোর জন্য ধন্যবাদ। তোমার অভাব বোধ করব.‌.‌.‌তোমার আত্মা শান্তি পাক।'‌ মণিথান, আন্নিয়ান ও ওপিরির মতো বহু সিনেমায় বিবেক ও প্রকাশ রাজ একসঙ্গে কাজ করেছেন।

 ধনুশের টুইট

ধনুশের টুইট

দক্ষিণী ছবির আর এক জনপ্রিয় তারকা ধনুশ বিবেকের সঙ্গে ভেলাইয়িল্লা পাট্টাথারি সহ বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেন। তিনি লেখেন, '‌বিবেক স্যার একজন ভাঙা হৃদয়ের মানুষ ছিলেন।'‌

 আর মাধবনের পোস্ট

আর মাধবনের পোস্ট

আর মাধবন, যিনি হিন্দি ও দক্ষিণী ছবিতে কাজ করেন, তিনি টুইটে লেখেন, '‌আপনার আত্মার শান্তি কামনা করছি বিবেক স্যার। খুব বেদনাদায়ক ও অবাক করার মতো খবর যে আপনি আপনার স্বর্গে যাওয়ার সফরের সিদ্ধান্ত আচমকা ও এত তাড়াতাড়ি নিয়ে ফেললেন। গোটা বিশ্ব একজন সত্যিকারের ভালো মানুষ থেকে বঞ্চিত হল যিনি সত্যি সকলের যত্ন নিতেন। আমি আপনার হাসিকে খুব মিস করব। স্বর্গবাসী খুব ভাগ্যবান।'‌

দক্ষিণী ছবিতে কমল হাসান, রজনীকান্তের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছিলেন বিবেক। নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন তাঁর প্রতিটি কাজে। একাধারে অভিনেতা-গায়কের পাশাপাশি তিনি ছিলেন সমাজ কর্মীও। শিবাজি, রান, স্যামি এবং পেরাজহাগানের মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত। ১৯৮৭ সালে পরিচালক কে বালাচন্দ্রর হাত ধরে সিনেমা জগতে পা রেখেছিলেন তিনি। একজন অভিনেতার পাশাপাশি দক্ষ কমেডিয়ান হিসেবেও দর্শকের ভালোবাসা পেয়েছিলেন তিনি। রাজ্যকে সবুজ করার উদ্দেশ্যে তিনি গাছের চারা রোপণ করতেন তামিলনাড়ু জুড়ে। গত বৃহস্পতিবারই করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন অভিনেতা। তামিলনাড়ুর স্বাস্থ্যসচিবের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই টিকা নেওয়ার ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর কাজে নিজেই টিকা নিয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বিবেকের অ্যাকিউট করোনারি সিনড্রোম এবং কার্ডিওজেনিক শক ছিল। হার্টের ভেসেলে ১০০ শতাংশ ব্লক পেয়েছেন চিকিৎসকেরা। এর সঙ্গে করোনার টিকার কোনও যোগ নেই বলেই জানানো হয়েছে।মৃত্যুকালে তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী ও দুই কন্যাকে।


English summary
south film industry's star pays tribute to actor comedian Vivekh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X