For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় চ্যালেঞ্জ থালাইভাকে! ১০১ কোটি টাকার মামলা রজনীকান্তের বিরুদ্ধে

এবার মামলা করেছেন জওহর নাদার। যাঁর বাবা মুম্বইয়ের ধারাভির গ্যাংস্টার থিরাভিয়াম নাদার।

  • |
Google Oneindia Bengali News

রজনীকান্ত অভিনীত 'কালা' ছবিটি যবে থেকে মুক্তি পেয়েছে তবে থেকেই তা সংবাদের শিরোনামে ছিল। একাধিক বাধা বিপত্তি পেরিয়ে ছবির শ্যুটিং চলেছে। এবার ছবির ট্রেলার যখন রীতিমত ভাইরাল হয়ে উঠেছে , তখনই সামনে এল নয়া বিতর্ক। রজনীর বিরুদ্ধে দায়ের হয়েছে ১০১ কোটি টাকার মামলা।

বড় চ্যালেঞ্জ থালাইভাকে! ১০১ কোটি টাকার মামলা রজনীকান্তের বিরুদ্ধে

আগে জানা গিয়েছিল ছবিটি মুম্বই গ্যাংস্টার হাজি মস্তানের জীবনী নিয়ে তৈরি হচ্ছে। এনিয়ে মামলাও দায়ের হয়েছে। তবে মাদ্রাজ হাইকোর্ট তা খারিজ করে দেয়। এরপর এবার মামলা করেছেন জওহর নাদার। যাঁর বাবা মুম্বইয়ের ধারাভির গ্যাংস্টার থিরাভিয়াম নাদার। থিরাভিয়াম মুম্বইয়ে বসবাসকারী তামিলদের জন্য লড়াই করেছিলেন। তাঁদের কাছে থিরাভিয়াম ছিলেন 'গুড়ওয়ালা সেঠ' বা ' কালা সেঠ'। থিরাভিয়ামের ছেলে জওহরের দাবি, রজনীকান্তের ছবি ' কালা কারিকলন', তাঁর বাবা থিরাভিয়ামের জীবনী নিয়ে তৈরি। আর ছবিতে তাঁর বাবার ভাবমূর্তি নেতিবাচক হিসাবে দেখানো হয়েছে বলে জওহরের আশঙ্কা। আর সেজন্য তিনি রজনীকান্তের বিরুদ্ধে ১০১ কোটি টাকার মামলা ঠুকেছেন।

জওহর জানিয়েছেন , টাকার জন্য নয়, তাঁর বাবার ভাবমূর্তি অক্ষুন্ন রাখতেই তাঁর এই আইনি লড়াই। উল্লেখ্য জওহরের বাবা থিরাভিয়ামকে মুম্বইয়ের ধারাভির 'ডন' বলেও অনেকে মনে করতেন। ১৯৫৭ সালে মুম্বইয়ে রুটি-রুজির খোঁজে আসেন থিরাভিয়াম। ধীরে ধীরে তিনি এলাকার মানুষের চোখে নায়ক হয়ে ওঠেন। প্রসঙ্গত, হাজি মস্তানের খুবই কাছের লোক ছিলেন এই থিরাভিয়াম। ২০০৩ সালে থিরাভিয়াম মারা যান।

English summary
Rajinikanth is facing a Rs 101-crore lawsuit. Here's details.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X