For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রূপ কি রানি' শ্রীদেবীর জীবনাবসানে শোকস্তবব্ধ রজনীকান্ত থেকে সচিন,টুইটবার্তা হৃতিকের

'ইংলিশ ভিংলিশ' ছবিতে শ্রীদেবীর ওপর চিত্রায়িত হয়েছিল একটি গান, 'ক্যায়সে জাউ ম্য়ায় পরায়ে দেশ'! সেই পরদেশেই চিরকালের জন্য পাড়ি দিলেন শ্রীদেবী।

  • |
Google Oneindia Bengali News

'ইংলিশ ভিংলিশ' ছবিতে শ্রীদেবীর ওপর চিত্রায়িত হয়েছিল একটি গান, 'ক্যায়সে জাউ ম্য়ায় পরায়ে দেশ'! সেই বহুদূরের পরদেশেই চিরকালের জন্য পাড়ি দিলেন শ্রীদেবী। ৫৪ বছর বয়সে আকস্মিক প্রয়াণে পদ্মশ্রী শ্রীদেবীকে হারালো ভারতীয় চলচ্চিত্র। তাঁর অভিনয়ের আঙিনা নেহাত ছোট নয়। তামিল ছবি থেকে বলিউডে তাঁর বিচরণ ছিল অনায়াস। তাঁর সহকর্মী থেকে ভক্ত সকলেই শ্রীদেবীর প্রয়াণে শোকে কাতর। রজনীকান্ত থেকে সচিন সকলেই শ্রদ্ধা জানিয়েছেন এই তারকাকে।

রজনীকান্ত

একাধিক ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করতে দেখা যায় দক্ষিণী সুন্দরী শ্রীদেবীকে। আর এদিন শ্রীদেবীর প্রয়াণে তাই আবেগ ধরে রাখতে পারেননি থালাইভাও।

সচিন তেন্ডুলকার

শ্রীদেবীর মৃত্যুর খবরে শোকাহত সচিন এদিন জানান, এই শোক ভাষায় প্রকাশের যোগ্য নয়। তিনি আমাদের মধ্য নেই তা বিশ্বাস করাই কঠিন বলে দাবি করে সচিন।

হেমা মালিনী

প্রখ্যাত অভিনেত্রী তথা বিজডেপি সাংসদ হেমা মালিনী এই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ভাবপ্রবণ হয়ে পড়েন।

হৃতিক রোশান

ছোট্ট বেলায় রজনীকান্ত ও শ্রীদেবীর সঙ্গে 'ভগবান দাদা' ছবিতে অভিনয় করেন হৃতিক রোশান। এদিন শ্রীদেবীর মৃত্যুতে বার বার সেই স্মৃতি ফিরে আসে হৃতিকের মনে।

আদিল হুসেন

'ইংলিশ ভিংলিশ' ছবিতে প্রখ্যাত অভিনেতা আদিল হুসেনের সঙ্গে কাজ করেন শ্রীদেবী। শ্রীদেবীর মতো একজন সুপারস্টারের অভিনয় কাছ থেকে দেখা সকলের ভাগ্যে সম্ভ হয় না। সেই স্মৃতি এদিন উস্কে দিলেন আদিল হুসেন।

রাহুল দ্রাবিড়

ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও এদিন নিজের প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেন। শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর খবর তাঁরও মেনে নিতে কষ্ট হয়।

English summary
Rajinikant, sachun tendulkarm hrithik's reaction on Sridevi death.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X